বাংলা নিউজ > ময়দান > IRE vs AFG 1st T20I: IPL-এ বরাবর সফল, তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে আফগানিস্তানকে জেতাতে পারলেন না রশিদ

IRE vs AFG 1st T20I: IPL-এ বরাবর সফল, তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে আফগানিস্তানকে জেতাতে পারলেন না রশিদ

রশিদ খান ও মহম্মদ নবি। ছবি- গেটি।

ব্যাটে-বলে ব্যর্থ হলেন আফগানিস্তানের ক্যাপ্টেন মহম্মদ নবি।

আইপিএলে বল হাতে অত্যন্ত ধারাবাহিক রশিদ খান। প্রয়োজনে ব্যাট হাতেও কার্যকরী অবদান রাখেন। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে খেলতে নেমে দরকারের সময় দলকে নির্ভরতা দিতে পারলেন না আফগান তারকা। আইরিশদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে রশিদের কাছ থেকেই উইকেট আশা করেছিল তাঁর দল। আঁটোসাটো বোলিং করলেও ম্যাচ জেতানো পারফর্ম্যান্স উপহার দিতে ব্যর্থ হন রশিদ। ফলে আফগানিস্তানকে প্রথম ম্যাচ হেরে ৫ ম্যাচের টি-২০ সিরিজে পিছিয়ে পড়তে হয়।

বেলফাস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে। উসমান ঘানি দলের হয়ে সব থেকে বেশি ৫৯ রান সংগ্রহ করেন। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ২৬, নাজিবউল্লাহ জাদরান ১৫ ও ইব্রাহিম জাদরান অপরাজিত ২৯ রান করেন। ক্যাপ্টেন মহম্মদ নবি ৫ রান করে আউট হন। রশিদ খান সাজঘরে ফেরেন ২ রান করে।

আয়ারল্যান্ডের হয়ে ব্যারি ম্যাককার্থি ৩৪ রানে ৩টি উইকেট নেন। ৭ রানে ২টি উইকেট নেন জর্জ ডকরেল। ১টি করে উইকেট নিয়েছেন জোস লিটল ও গ্যারেথ ডেলানি।

আরও পড়ুন:- Maharaja T20 Trophy: ব্যর্থ পাডিক্কাল, মারকাটারি হাফ-সেঞ্চুরিতে ম্যাচ জেতালেন মণীশ পান্ডে

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে ম্যাচ জিতে যায়। পল স্টার্লিং ৩১ রান করে আউট হন। ক্যাপ্টেন অ্যান্ডি ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৩২ বলে ৫০ রানের আগ্রাসী ইনিংস খেলেন লরকান টাকার। হ্যারি টেকটর ২৫ ও জর্জ ডকরেল ১০ রানে অপরাজিত থাকেন। ১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে আয়ারল্যান্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যান্ডি।

আরও পড়ুন:- ICC Ranking: ভারতের কাছ থেকে সোনা ছিনিয়ে নিয়ে বিশ্বব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন মুনি, একলাফে প্রথম দশে জেমিমা

রশিদ ৪ ওভারে ২৫ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি। নবি ৩ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও নবীন উল হক।

বন্ধ করুন