প্রথম চারটি টি-২০ ম্যাচের পরে ৫ ম্যাচের সিরিজ ২-২ সমতায় দাঁড়িয়েছিল। ফলে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান সিরিজের শেষ টি-২০ ম্যাচটি রূপ নিয়েছিল ফাইনালের। বৃষ্টিবিঘ্নিত নির্ণায়ক ম্যাচে জয় তুলে নিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জেতেন আইরিশরা। এই প্রথমবার আফগানিস্তানের বিরুদ্ধে কোনও দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজ জিতল আয়ারল্যান্ড।
বেলফাস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা ১৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৯৫ রান সংগ্রহ করে। উসমান ঘানি ৪৪, হজরতউল্লাহ জাজাই ১০, নাজিবউল্লাহ জাদরান ১০ ও আজমতউল্লাহ ওমরজাই ১৫ রান করেন। ক্যাপ্টেন মহম্মদ নবি শূন্য রানে আউট হন। মার্ক আডায়ার ১৬ রানে ৩টি উইকেট নেন। ১৪ রানে ২টি উইকেট নিয়েছেন জোস লিটল।
বৃষ্টিতে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকার পরে খেলা পুনরায় শুরু হলে জয়ের জন্য আফগানিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রানের। আয়ারল্যান্ড ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে আয়ারল্যান্ড।
আরও পড়ুন:- The Hundred: চেষ্টা করেও জেতাতে পারলেন না নারিনরা, ম্যাচ বার করে নিয়ে গেলেন হেলস
পল স্টার্লিং ১৬ ও লরকান টাকার ১৪ রান করেন। মুজিব উর রহমান ১৭ রানে ২টি উইকেট নেন। ১৭ রানে ১টি উইকেট নিয়েছেন রশিদ খান। ম্যাচের সেরা হয়েছেন মার্ক। ৫ ম্যাচে ১৪১ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জর্জ ডকরেল।
উল্লেখযোগ্য বিষয় হল, সারা সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ আফগান দলনায়ক মহম্মদ নবি। ৫ ম্যাচে চাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৫, ৯, ৬, ৫ ও ০ রান। যদিও ৩টি ম্যাচে বল করে সাকুল্যে ৪টি উইকেট নিয়েছেন নবি। দলের সেরা তারকা রশিদ খান একটি ম্যাচে ভালো খেলেন। বাকি চারটি ম্যাচে গড়পড়তা পারফর্ম্যান্স উপহার দেন। ৫ ম্যাচে তিনি সব মিলিয়ে ৩টি উইকেট নিয়েছেন। রান করেছেন ৪২।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।