বাংলা নিউজ > ময়দান > IRE vs IND: ও দারুণ গতিতে রান করে, এই ভারতীয় তারকার অলরাউন্ড ব্যাটিং দক্ষতায় মুগ্ধ শাস্ত্রী

IRE vs IND: ও দারুণ গতিতে রান করে, এই ভারতীয় তারকার অলরাউন্ড ব্যাটিং দক্ষতায় মুগ্ধ শাস্ত্রী

প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। ছবি- এএফপি।

এ বারের আইপিএলে ৪০০-র অধিক রান করেছেন এই ভারতীয় তারকা।

একদিকে ইংল্যান্ডে ভারতীয় দল টেস্টের প্রস্তুতি নিচ্ছে, আর অন্যদিকে আয়ারল্যান্ডে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তোড়জোর শুরু করে দিয়েছে আরেক ভারতীয় দল। ২৬ তারিখ আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বেশ কিছু সিনিয়ররা ইংল্যান্ডে ব্যস্ত থাকায় জাতীয় দলে বেশ খানিকটা রদবদল হয়েছে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠী। আইপিএলে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফে না পৌঁছলেও, ত্রিপাঠীর খেলা কিন্তু সকলেরই নজর কেড়েছিল। ১৪ ম্যাচে তিনটি অর্ধশতরানসহ মোট ৪১৩ রান করেছিলেন তিনি। তারপরেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি ডাক না পাওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অবশেষে সুযোগ এসেছে। ত্রিপাঠী সুযোগ পাওয়ায় অনেকেই খুশি এবং বহু প্রাক্তনীরা তাঁর গুণগানও করেছেন। এবার সেই তালিকায় সামিল হলেন রবি শাস্ত্রী।

প্রাক্তন ভারতীয় কোচ ৩১ বছর বয়সি ব্যাটারের উচ্ছ্বসিত প্রশংসা করে ESPNcricinfo-কে বলেন, ‘ও ক্রিজে থাকলে সবসময় স্কোরবোর্ড চালু থাকে। একটা বল কোণাখাচায় লাগলে সেই নিয়ে বেশি ভাবনাচিন্তা করে না। না কোনও প্রতিপক্ষ বা বোলারকে দেখে চাপে পড়ে। ওর শট নির্বাচন এবং অলরাউন্ড ব্যাটিং অসাধারণ। আর রানটাও ও দ্রুত গতিতে করে। তিনে নেমে দ্রুত গতিতে রান করায় ও বাকিদের জন্যও খেলাটা একেবারে সাজিয়ে দেয়।’ ত্রিপাঠী জাতীয় দলের হয় আদৌ ম্যাচ খেলার সুযোগ পান কিনা এবং পেলে কেমন পারফর্ম করেন, সেইদিকে কিন্তু এখন সবার নজর।

বন্ধ করুন