বাংলা নিউজ > ময়দান > প্রথম ২ বলে ২ উইকেট হারিয়েও ম্যাচ জয় নিউজিল্যান্ডের, আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির এই প্রথম

প্রথম ২ বলে ২ উইকেট হারিয়েও ম্যাচ জয় নিউজিল্যান্ডের, আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির এই প্রথম

সিরিজ জিতল নিউজিল্যান্ড। ছবি- নিউজিল্যান্ড ক্রিকেট।

ফের কিউয়িদের পরিত্রাতা হয়ে দেখা দেন ব্রেসওয়েল, আইরিশদের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড।

ইনিংসের প্রথম ২ বলে ২টি উইকেট হারিয়ে এর আগে কখনও কোনও দল কোনও আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি। অবশেষে সেই ধারণাটা বদলে গেল ক্রিকেটপ্রেমীদের। শুরুতেই এমন বিপর্যয়ের মুখে পড়েও যে ম্যাচ জেতা যায়, প্রমাণ করল নিউজিল্যান্ড।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কিউয়িদের সামনে টার্গেট ছিল ছোটখাটো। তবে প্রথম দু'বলে মার্টিন গাপ্তিন ও উইল ইয়ংকে ফিরিয়ে মার্ক আডায়ার কিউয়িদের কাজ কঠিন করে তোলেন। শেষমেশ সহজ ম্যাচ কঠিন করে জিততে হয় নিউজিল্যান্ডকে।

ডাবলিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তারা ৪৮ ওভারে ২১৬ রানে অল-আউট হয়ে যায়। জর্জ ডকরেল দলের হয়ে সব থেকে বেশি ৭৪ রান করেন। এছাড়া অ্যান্ডি ম্যাকব্রায়ান ২৮, ক্যাম্পহার ২৫, লরকান টাকার ১৯, সিমি সিং ১৬ ও মার্ক আডায়ার অপরাজিত ২৭ রান করেন।

আরও পড়ুন:- ভিডিয়ো: ৪,৪,৬,৪,৬-সূর্যোদয়ের দিনেই সুনামি ঝড়ে ইতিহাস গড়লেন ব্রেসওয়েল

নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ম্যাট হেনরি, মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। ১টি করে উইকেট দখল করেন জেকব ডাফি ও গ্লেন ফিলিপস।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ফিন অ্যালেন ও টম লাথাম হাফ-সেঞ্চুরি করেন বটে, তবে পরিত্রাতা হয়ে দেখা দেন গত ম্যাচের নায়ক ব্রেসওয়েল। তিনি ৪২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন। নিউজিল্যান্ড ৩৮.১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৯ রান তুলে ম্যাচ জিতে যায়।

আরও পড়ুন:- হাল ছেড়ে দিয়েছিল নিউজিল্যান্ড, সাত নম্বরে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য ইনিংসে একাই ম্যাচ জিতিয়ে দিলেন ব্রেসওয়েল

৭১ বল বাকি থাকতে তিন উইকেটে ম্যাচ জয়ের সুবাদে ১ ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে এদিন অ্যালেন ৬০ ও ক্যাপ্টেন লাথাম ৫৫ রান করেন। ব্যাটে-বলে ম্যাচ জেতানো পারফর্ম্যান্স উপহার দিয়ে ফের ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ব্রেসওয়েল।

বন্ধ করুন