দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে যে এমন দম বেরিয়ে যাবে নিউজিল্যান্ডের, সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি ক্রিকেটপ্রেমীরা। একসময় নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড। পরিত্রাতা হয়ে দেখা দেন মাইকেল ব্রেসওয়েল। সাত নম্বরে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য শতরান করে কিউয়িদের জয় এনে দেন তিনি। সেই সঙ্গে গড়ে ফেলেন একাধিক রেকর্ড।
ডাবলিনে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩০০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। হ্যারি টেকটর ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৭ বলে ১১৩ রান করেন। এছাড়া ম্যাকব্রায়ান ৩৯, ক্যাম্পহার ৪৩, টাকার ২৬ ও সিমি সিং ৩০ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি। ১টি করে উইকেট দখল করেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একসময় ২১৭ রানে ৮ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ব্রেসওয়েল ম্যাচ জেতান নিউজিল্যান্ডকে।
আরও পড়ুন:- IND vs ENG: পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে T20I সেঞ্চুরি সূর্যকুমারের, চোখ রাখুন তালিকায়
শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২০ রান। ব্রেসওয়েল ৫টি বলে যথাক্রমে ৪, ৪, ৬, ৪ ও ৬ রান সংগ্রহ করে দলের জয় নিশ্চিত করেন। নিউজিল্যান্ড ৪৯.৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩০৫ রান তুলে ম্যাচ জিতে যায়। মাত্র ১ বল বাকি থাকতে ১ উইকেটের উত্তেজক জয়ে সিরিজে ১-০ লিড নেয় তারা।
ব্রেসওয়েল ১০টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৮২ বলে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান। এছাড়া মার্টিন গাপ্তিল ৫১, টম লাথাম ২৩ ও ইশ সোধি ২৫ রান করেন। ৩টি উইকেট নেন ক্যাম্পহার। ম্যাচের সেরা হন ব্রেসওয়েল।
আরও পড়ুন:- IND vs ENG: ম্যাচ হেরেও ভারতের হয়ে সর্বোচ্চ রানের নজির সূর্যকুমারের
উল্লেখযোগ্য বিষয় হল, রান তাড়া করে জয় তুলে নেওয়া কোনও ওয়ান ডে ম্যাচের ৭ নম্বরে বা তারও নীচে ব্যাট করতে নামা কোনও ব্যাটসম্যানের এটাই (ব্রেসওয়েলের ১২৭) সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস। আগের রেকর্ড ছিল কেনিয়ার থমাস ওডোয়োর। তিনি ২০০৭ সালে কানাডার বিরুদ্ধে ১১১ রান করে অপরাজিত ছিলেন।
তাছাড়া ওয়ান ডে ক্রিকেটে রান তাড়া করতে নেমে শেষ ওভারে সব থেকে বেশি রান (২৪) তোলার রেকর্ড গড়ে নিউজিল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।