বাংলা নিউজ > ময়দান > BAN vs IRE: বাংলাদেশ সফরে টেস্ট ম্যাচ খেলবে আয়ারল্যান্ড

BAN vs IRE: বাংলাদেশ সফরে টেস্ট ম্যাচ খেলবে আয়ারল্যান্ড

ফের দেখা যাবে এই ছবি। লাল বলের ক্রিকেটে ফিরছে আয়ারল্যান্ড। ছবি- টুইটার 

২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল আয়ারল্যান্ড। এবার ফের লাল বলের ক্রিকেট খেলতে চলেছেন আইরিশরা। আসন্ন বাংলাদেশ সফরে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে আয়ারল্য়ান্ড।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে চলেছে আয়ারল্যান্ড। এর আগে মাত্র তিনটি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলার পর ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট ম্যাচ খেলে আইরিশরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে হারেন তারা। চার বছর পর লাল বলের ক্রিকেট খেলতে বাংলাদেশ সফরে যাবে আয়ারল্যান্ড দল। বাংলাদেশ সফরে শুধু টেস্ট সিরিজ নয়, একই সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর একটি মাত্র টেস্ট হবে ঢাকাতে।

ঢাকায় ৪ থেকে ৮ এপ্রিল একটি টেস্ট ম্যাচের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সেখানেই বাংলাদেশের বিরুদ্ধে নামবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান ওয়ারেন ডিউট্রম জানান, ‘আমরা বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ, তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব। বাংলাদেশ সফর নিশ্চিত করতে পেরে আমরা খুব খুশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই এই সফরে সম্মতি দেওয়ার জন্য।’ তিনি আরও বলেন, ‘১৯৯৭ সালে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ ছিল। আশা করছি এই সিরিজও জমে যাবে।’

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ আয়ারল্যান্ডের জন্য এই ফরম্যাটে ফিরে আসার লড়াই হতে চলেছে। তা জানিয়ে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, ‘এশিয়ার পিচ আমাদের ছেলেদের জন্য একটা বড় পরীক্ষা হতে চলেছে। এখানে আমাদের অনেক অভিজ্ঞতাও হবে। আগামীতে এশিয়ায় অনেক ক্রিকেট খেলার পরিকল্পনা আছে আমাদের।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবি এবং ক্রিকেট আয়ারল্যান্ডের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ এবং দৃঢ় সম্পর্ক রয়েছে যার ফলে ঠাসা ক্রীড়াসূচি থাকা সত্ত্বেও এই সিরিজ আয়োজন করা সম্ভব হয়েছে।’

আগামী মার্চ মাসে বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ শুরু হবে। সিলেটে ১৮, ২০ এবং ২৩ মার্চ একদিনের সিরিজ হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের। তারপরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল। অবশেষে ৪ এপ্রিল থেকে ঢাকাতে একটি মাত্র টেস্ট অনুষ্ঠিত হবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.