টি-২০ বিশ্বকাপের পরে সংক্ষিপ্ত ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলি। তাই বলে সেই ঘোষণা টি-২০ বিশ্বকাপের আগে কেন? আমিরশাহিতে এক মাস পরেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এমন সময় কোহলির আগেভাগে নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণায় অবাক প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ইরফান পাঠানকেও অবাক করেছে বিশ্বকাপের ঠিক আগে কোহলির এমন সিদ্ধান্ত। তিনি প্রশ্ন তোলেন, যদি ভারত টি-২০ বিশ্বকাপ জিতে যায় তখন কী হবে? তখনও কি পরিস্থিতি একই থাকবে?
Sportstar-কে প্রসাদ বলেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে কোহলির এমন সিদ্ধান্তের কথা ঘোষণা অবাক করার মতোই। তবে ও নিশ্চিত এক বাবল থেকে অন্য বাবলে ঘুরে ঘুরে মানসিকভাবে ক্লান্ত। সেটাই বোধহয় ওকে বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ঘাড় থেকে বোঝা ঝেড়ে ফেলে হালকা হতে চেয়েছে ও। কেননা, বায়ো-বাবলের জীবন ওর পারফর্ম্যান্সে প্রভাব ফেলেছে। ক্যাপ্টেন্সি ছাড়ার কথা জানিয়ে দেওয়ায় ও বিশ্বকাপে চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবে।'
ইরফান বলেন, ‘বিশ্বকাপের আগে কোহলির ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ঘোষণা আমাকে সত্যিই অবাক করেছে। কেননা, এধরণের সিদ্ধান্ত সচরাচর টুর্নামেন্টের পরে নেওয়া হয়। আমি ভাবছি, যদি আমরা টি-২০ বিশ্বকাপ জিতে যাই, তখন কী হবে?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।