বাংলা নিউজ > ময়দান > Irfan attacked for revealing wife's face: স্ত্রী'র মুখের ছবি প্রকাশ ইরফানের, ‘পুরোই পর্দা তুলে দাও’, ধেয়ে এল আক্রমণ

Irfan attacked for revealing wife's face: স্ত্রী'র মুখের ছবি প্রকাশ ইরফানের, ‘পুরোই পর্দা তুলে দাও’, ধেয়ে এল আক্রমণ

স্ত্রী'র সঙ্গে ইরফান পাঠান। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম irfanpathan_official)

Irfan Pathan attacked for revealing wife's face: স্ত্রী'র সঙ্গে একটি ছবি পোস্ট করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। সেলফি হিসেবেই ছবিটি তুলেছিলেন। বাঁ-পাশে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী। ছবিতে ইরফানের স্ত্রী'র মুখের একাংশ দেখা যাচ্ছিল। তাতেই ধেয়ে আসে আক্রমণ। কেউ কেউ বলতে থাকেন, 'পুরোই পর্দা তুলে দাও।’

সোশ্যাল মিডিয়ায় প্রথমবার স্ত্রী'র মুখ প্রকাশ করেই আক্রমণের মুখে পড়লেন ইরফান পাঠান। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে আক্রমণ করতে থাকেন একশ্রেণির নেটিজেন। কেউ কেউ বলতে থাকেন, 'পুরোই পর্দা তুলে দাও।’ যদিও সেই আক্রমণের ঢেউয়ের মধ্যে অনেকেই ইরফান এবং স্ত্রী'র ছবিতে মজেছেন। দম্পতির প্রশংসা করেছেন।

দিনতিনেক আগে ইনস্টাগ্রামে স্ত্রী'র সঙ্গে একটি ছবি পোস্ট করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান। সেলফি হিসেবেই ছবিটি তুলেছিলেন। বাঁ-পাশে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী। ছবিতে ইরফানের স্ত্রী'র মুখের একাংশ দেখা যাচ্ছিল। ওই ক্যাপশনে প্রাক্তন ভারতীয় তারকা লেখেন, ‘আমার পিছনে একটি প্রাসাদ এবং আমার পাশে একজন রানি।’

ওই ছবি পোস্ট করার পরই ধেয়ে আসে আক্রমণ। নেটিজেনদের একাংশ ইরফানকে আক্রমণ শানাতে শুরু করেন। এক নেটিজেন বলেন, ‘কিছুটা-কিছুটা করে ভাবির মুখ দেখানো শুরু করে দিয়েছে ভাই। একদিন পুরোটাই দেখিয়েই দেবেন।’ অপর একজন বলেন, ‘বোরখা দিয়ে শুরু হয়েছিল। যা পরে মুখে মাস্ক পরে হিজাবে ঠেকেছিল। এবার মুখের একদিক দেখিয়ে দিয়েছে। পুরো মুখ দেখানোর সময় এগিয়ে এসেছে। সেলিব্রিটি হওয়া সত্ত্বেও ওঁকে ঢেকে রাখায় আমি অত্যন্ত গর্ববোধ করতাম।’ একইসুরে একজন বলেন, ‘পর্দায় ইতি টানছেন আপনিও। একদিন এমন আসবে, যখন পুরো মুখ দেখিয়ে দেবেন।’ একজন বলেন, ‘ছেলে একটা সিনেমায় কী না মুখ দেখাল, ওমনি স্ত্রী'কে বেপর্দা করে দিলেন।’

আরও পড়ুন: সামান্থার ‘ও আন্তাভা’-র তালে সানিয়া-ইরফান-সাইনাদের নাচালেন ফারহা, ভাইরাল ভিডিয়ো

সেই কটাক্ষের মধ্যেই অনেকে পাঠান দম্পতির ছবিতে মুগ্ধ হয়ে যান। তাঁরা ইরফানদের পাশেও দাঁড়ান। একজন লেখেন, ‘লোকজন কখনও সোশ্যাল মিডিয়ায় ভাবির মুখ দেখেননি। তাই এরকম কমেন্ট করে যাচ্ছে। কিন্তু ওদের পাত্তা দেবেন না (ইরফান)। এটা আপনার ব্যক্তিগত জীবন। নিজেদের মতো করে বাঁচুন আপনারা। এইসব লোকেরা সবকিছু করবে আর অন্যদের জ্ঞান দিতে থাকবে।’ অপর একজন বলেন, ‘মাশাল্লাহ! দারুণ লাগছে।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন