আগামী ২৩ ডিসেম্বর কোচিতে ২০২৩ আইপিএলের নিলাম বসতে চলেছে। ৯৯১ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন। সেখান থেকে ১০ ফ্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নেবে। ইতিমধ্যেই সব ফ্যাঞ্চাইজি নিজেদের ছক কষে ফেলেছে। তবে সানরাইজার্স হায়দরাবাদ দলকে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। মায়াঙ্ক আগারওয়ালকে SRH সংসারে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
এক সাক্ষাৎকারে পাঠান জানিয়েছেন, 'সানরাইজার্স হায়দরাবাদ দলে একজন আগ্রাসী মনোভাবের ওপেনার থাকা দরকার। এখন কেন উইলিয়ামসন নেই। তাই অভিজ্ঞ একজনকে দরকার। আমার মতে মায়াঙ্ককে দলে নিক ওরা। আমার মনে হয় হায়দরাবাদ ফ্রাঞ্চাইজি মায়াঙ্ককে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে। মায়াঙ্ক আগরওয়াল এমন একজন প্লেয়ার, যে অধিনায়কত্বও করেছে। শুধু তাই নয়,বেশ স্বাধীনভাবে খেলতে পছন্দ করে। এমন একজন ক্রিকেটারের দলে থাকা জরুরি। আমি চাইব মায়াঙ্ককে অধিনায়ক করুক সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।'
আরও পড়ুন:- FIFA World Cup: বিশ্বকাপ জয়ের পরেই মেসিকে নিয়ে মজার মিম বানালেন সেহওয়াগ
পাঠান আরও বলেছেন, 'সানরাইজার্স হায়দরাবাদ দলের যা অবস্থা তাতে, নতুন করে দল গঠন করতে হবে। কারণ ওরা অনেককেই ছেড়ে দিয়েছে। তাই নতুন করে দল গঠন করা ছাড়া আর কোনও উপায় নেই। বিশেষ করে ব্যাটিং লাইনআপের দিকেও নজর দেওয়া উচিত। আশা করব এবারের নিলাম থেকে ভালো ক্রিকেটার তুলে আনতে পারবে ওরা।'
গত মরশুমে পঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করেছেন মায়াঙ্ক। কিন্তু সেইভাবে দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। ফলে মায়াঙ্ককে দলে নিয়ে তাঁর হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হবে কিনা, তা নিয়ে দ্বিধায় থাকতে পারে সানরাইজার্স। এখন সব কিছুই নির্ভর করছে নিলামের উপর। কারণ অন্য দল মায়াঙ্কের দিকে ঝাঁপাতেই পারে। ফলে সবকিছুই নির্ভর করছে ভাগ্যের উপর।
আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও নেই রোহিত, ছিটকে গেলেন তারকা পেসারও
এই মরশুমে হায়দরাবাদ দল মোট ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জগদীশা সূচিত, প্রীয়ম গর্গ, রবিকুমার সামর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, সিয়ান অ্যাবর্ট, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, সুশান্ত মিশ্র এবং বিষ্ণু বিনোদ।