বাংলা নিউজ > ময়দান > সিনে জগতে চমক দিতে চলেছেন ইরফান, ট্রেলারেই ঘায়েল রায়না, ৩১ অগস্ট ছবির মুক্তি

সিনে জগতে চমক দিতে চলেছেন ইরফান, ট্রেলারেই ঘায়েল রায়না, ৩১ অগস্ট ছবির মুক্তি

নতুন অবতারে ইরফান পাঠান।

প্রাক্তন অলরাউন্ডারকে নতুন রুপে দেখার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরাও। জানা গিয়েছে, আগামী ৩১ অগস্ট ইরফান পাঠানের সিনেমা মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার, সুপারস্টার বিক্রম ছাড়াও রয়েছেন কেজিএফ খ্যাত শ্রীনিধি শেঠিও।

নতুন অবতারে এ বার দেখা মিলবে ইরফান পাঠানের। ব্যাট-বল ছেড়ে এ বার একজন ইন্টারপোল এজেন্টের ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডারকে। নতুন ভূমিকায় ইরফান দেখার অপেক্ষায় তাঁর ভক্তরাও।

আরও পড়ুন: ঘুরিয়ে কোহলিকে T20 বিশ্বকাপে বাদ দিতে বলে দিলেন ইরফান পাঠান!

আসলে বড় পর্দায় ডেবিউয়ের অপেক্ষায় রয়েছেন ইরফান পাঠান। দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা বিক্রমের ছবি 'কোবরা'র হাত ধরেই সিনে জগতে পা রাখতে চলেছেন ইরফান। বৃহস্পতিবার (২৫ অগাস্ট) এই সিনেমার ট্রেলার রিলিজ করেছে। সেখানেই একজন ইন্টারপোল এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছে ইরফানকে। আর সেই ট্রেলার দেখে মুগ্ধ সুরেশ রায়না।

আরও পড়ুন: বিমানবন্দরে ইরফান পাঠানের সঙ্গে দুর্ব্যবহার! ভিস্তারার বিরুদ্ধে বড় অভিযোগ

টুইটে রায়না লিখেছেন, ‘ভাই ইরফান পাঠান, আজ তোমার জন্য আমি খুবই আনন্দিত। কোবরা সিনেমায় তোমাকে অভিনয় করতে দেখলাম। দেখে মনে হচ্ছে, এটা একটা ভরপুর অ্যাকশন সিনেমা। তোমার পাশাপাশি এই সিনেমার প্রত্যেক সদস্যের সাফল্য কামনা করছি। সম্পূর্ণ সিনেমাটা দেখার জন্য আর তর সইতে পারছি না।’

পাল্টা ধন্যবাদ জানিয়ে ইরফান লিখেছেন, ‘ধন্যবাদ ভাই। তোমাকে এবং তোমার পরিবারকে অনেক ভালবাসা’

প্রাক্তন অলরাউন্ডারকে নতুন রুপে দেখার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরাও। জানা গিয়েছে, আগামী ৩১ অগস্ট ইরফান পাঠানের এই সিনেমা মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার, সুপারস্টার বিক্রম ছাড়াও রয়েছেন কেজিএফ খ্যাত শ্রীনিধি শেঠিও।

ইতিমধ্যেই সিনেমাটির ট্রেলার দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, এটি একটা থ্রিলার সিনেমা। পাশাপাশি অ্যাকশনে ভরপুর। আর ট্রেলারে ইরফান পাঠানকে দেখার পর থেকে ভারতীয় ক্রিকেট মহল বেশ আবেগপ্রবণ। উত্তেজনায় টগবগ করে ফুটছে। ইতিমধ্যেই টুইটারে সেই আবেগের বিস্ফোরণও চোখে পড়ার মতোই।

ইরফান পাঠান ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের হয়ে মোট ২৯টি টেস্ট, ১২০টি ওডিআই এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। পাঠান লাল বলের ক্রিকেটে ১০০টি উইকেট নিয়েছেন, ওডিআই-এ নিয়েছে ১৭৩টি উইকেট। এবং সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২৮টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি টেস্টে ১,৩০৫ রান করেছেন। ওয়ানডে-তে করেছেন ১,৫৪৪ রান। এবং টি-টোয়েন্টিতে ১৭২ রান করেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পরিবারের ভালোবাসায় ভরা, জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন সন্দীপ্তা? 'দুর্নীতির টেন্ডার আমার কাছে আসেনি, রোগীকল্যাণ সমিতিতে কী কাজ হয় জানি না' স্বাস্থ্যভবনের সামনে ধরনাস্থলে বসল ১৪টি সিসি ক্যামেরা, জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা এক লক্ষের বেশি গাছ লাগাল কলকাতা পুরসভা, সাড়ে চার বছর ধরে ক্ষতিপূরণের উদ্যোগ 'সাহেব' কে? মীনাক্ষি না সেলিম? কলতানের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন দেবাংশু রাজকাহিনীতে মেলেনি 'পার্ট', গোঁসা করে সৃজিতের সঙ্গে প্রেম ভাঙেন স্বস্তিকা! বিশ্বকর্মা পুজোর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ও শুভ সময় ‘আমি মুখ্যমন্ত্রী নই….’, ‘লাস্ট চেষ্টায়’ জুনিয়র ডাক্তারদের কী কী বললেন মমতা? জুনিয়র ডাক্তারদের ধরনায় মমতা, বললেন, আমি একা সরকার চালাই না, তবে বিবেচনা করব ‘কিছু একটা ঘটলে তখন সবার খেয়াল পড়ে...’ নারী সুরক্ষা নিয়ে কী বললেন রুক্মিণী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.