বাংলা নিউজ > ময়দান > আরও এক পুত্রসন্তানের বাবা হলেন ইরফান পাঠান, নামকরণও করে ফেললেন একরত্তির

আরও এক পুত্রসন্তানের বাবা হলেন ইরফান পাঠান, নামকরণও করে ফেললেন একরত্তির

পুত্রস্তানের সঙ্গে ইরফান।

২০১৬ সালে ইরফান বিয়ে করেন সৌদি আরবের মডেল সাফাকে। সেই বছরই ডিসেম্বরেই প্রথম পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন ইরফান এবং সাফা। আর এ বার আর এক ডিসেম্বরে আরও এক পুত্রসন্তানের জন্ম দিলেন সাফা।

দ্বিতীয় পুত্রসন্তানের বাবা হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন ইরফান। তাঁর স্ত্রী সাফা বেগ ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ইরফান এবং সাফা আগেও একটি পুত্রন্তান রয়েছে। যার নাম ইমরান।

২০১৬ সালে ইরফান বিয়ে করেন সৌদি আরবের মডেল সাফাকে। সেই বছরই ডিসেম্বরেই প্রথম পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন ইরফান এবং সাফা। আর এ বার আর এক ডিসেম্বরে আরও এক পুত্রসন্তানের জন্ম দিলেন সাফা। একরত্তির নামও ঠিক করে ফেলেছেন ইরফান। তাঁর দ্বিতীয় সন্তানের নাম তিনি রেখেছেন সুলেমন খান।

দ্বিতীয় পুত্রসন্তানের বাবা হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন ইরফান। তাঁর স্ত্রী সাফা বেগ ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ইরফান এবং সাফা আগেও একটি পুত্রন্তান রয়েছে। যার নাম ইমরান।

২০১৬ সালে ইরফান বিয়ে করেন সৌদি আরবের মডেল সাফাকে। সেই বছরই ডিসেম্বরেই প্রথম পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন ইরফান এবং সাফা। আর এ বার আর এক ডিসেম্বরে আরও এক পুত্রসন্তানের জন্ম দিলেন সাফা। একরত্তির নামও ঠিক করে ফেলেছেন ইরফান। তাঁর দ্বিতীয় সন্তানের নাম তিনি রেখেছেন সুলেমন খান।|#+|

সোমবারই মহমেডান স্পোর্টিং নিজেদের ব্র্যান্ড অ্যাম্বসেডর হিসেবে ইরফানের নাম ঘোষণা করেছে। নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই খবর জানিয়েছে মহমেডান। আসলে ইরফানের মাধ্যমে পুরো দেশে ক্লাবের প্রাচর করাই উদ্দেশ্য মহমেডান স্পোর্টিংয়ের। মহামেডানের জার্সিতেও আগামী দিনে ইরফান পাঠানকে গ্যালারিতেও দেখা যাবে বলে সাদা-কালো ক্লাবের তরফে জানা গিয়েছে। 

২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ইরফান পাঠান। তবে অবসরে ঘোষণার ৮ বছর আগে থেকে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন তিনি। আসলে টানা খারপ ফর্ম, ব্যর্থতার কারণেই জাতীয় দল থেকে তাঁকে ছিটকে যেতে হয়েছিল। তার পরই ২০২০-তে অবসর নিয়ে নেন তিনি। ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। তার পর দেশকে বহু সাফল্য এনে দিয়েছেন। বল করার পাশাপাশি ব্যাট হাতেও টিমকে ভরসা জুগিয়েছেন ইরফান পাঠান। ঝুলিতে রয়েছে শতরান।

বন্ধ করুন