বাংলা নিউজ > ময়দান > 'বিরাট কি তিন ফর্ম্যাটেই নেতৃত্ব দিতে স্বচ্ছন্দ?', চাপ কমানোর পন্থা বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

'বিরাট কি তিন ফর্ম্যাটেই নেতৃত্ব দিতে স্বচ্ছন্দ?', চাপ কমানোর পন্থা বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

একটি মহল থেকে বিরাট কোহলির পরিবর্তে টেস্টে অজিঙ্কা রাহানকে অধিনায়ক করার দাবি উঠছে।

অস্ট্রেলিয়ায় অজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতের সিরিজ জয়ের পরে আবারও উঠতে শুরু করেছে দাবিটা। অনেক প্রাক্তন ক্রিকেটারও তাতে সায় দিয়েছেন। যদিও প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষকের সাবা করিমের মতে, বিরাট কোহলির পরিবর্তে টেস্টে রাহানকে অধিনায়ক করার যে দাবি উঠেছে, তা একেবারেই অযৌক্তিক। তবে আগামিদিনে একগুচ্ছ আইসিসি প্রতিযোগিতার কথা মাথায় রেখে তিন ফর্ম্যাটেই অধিনায়কত্ব নিয়ে বিরাটের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

স্পোর্টসকিডা লাইভে প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘সত্যি বলতে এই ধরনের আলোচনা অপ্রয়োজনীয়। উলটে আমাদের ধন্য হওয়া উচিত যে দু'জন সিনিয়র খেলোয়াড়কে দলকে নেতৃত্ব দিতে পারে - অধিনায়ক হিসেবে বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘নেতাদের চরিত্র বিভিন্ন রকমের হলে তা দলের পক্ষেই ভালো। একজন চূড়ান্ত আগ্রাসনের সঙ্গে দলকে নেতৃত্ব দেন। অন্যজন অত্যন্ত ধীরস্থির। কিন্তু দু'জনের ক্ষেত্রেই ফলাফল একই এবং দু'জনেই অত্যন্ত কার্যকর। ওরা জানে যে কীভাবে কঠিন পরিস্থিতি সামলাতে হয়, কীভাবে সতীর্থদের অনুপ্রেরণা জোগাতে হয় এবং এই পর্যায়ে এটাই ভারতের দরকার।’

তবে তিন ফর্ম্যাটেই বিরাটের কাঁধে নেতৃত্বের দায়িত্ব থাকায় বাড়তি সতর্কতাও নিতে বলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আগামিদিনে একগুচ্ছ আইসিসি প্রতিযোগিতার থাকায় নেতৃত্ব নিয়ে বিরাটের উপরের যাতে বাড়তি চাপ তৈরি না হয়, সেদিকে নির্বাচকদের নজর রাখার পরামর্শ দিয়েছেন। সাবা বলেন, ‘একইসঙ্গে তিন ফর্ম্যাটেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের বিষয় নিয়ে বিরাটsর সঙ্গে লাগাতার আলোচনা করে যেতে হবে নির্বাচকদের। বিরাট কোহলির মতো খেলোয়াড়কে তার উপযুক্ত জায়গা দিতে হবে। যে এত বছর ধরে কৃতিত্বের সঙ্গে দলকে নেতৃত্ব দিচ্ছে।’ সঙ্গে তিনি আরও বলেন, ‘ও কিন্তু তিনটি ফর্ম্যাটেই নেতৃত্ব দেওয়ার স্বচ্ছন্দ বোধ করে? কারণ চলতি বছর আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব, একদিনের বিশ্বকাপও এগিয়ে আসছে। সেই সঙ্গে এখন টেস্টও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।'

সাবার মতে, সেই ঠাসা সূচির মধ্যে বিরাটের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে কিনা, তা দেখতে হবে। বিরাটের উপর থেকে চাপ কমানোর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ‘ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে ও খুশি কি? আপনি যদি অধিনাসকের সঙ্গে এররকম আলোচনা করেন, তাহলে আমি নিশ্চিত যে বিরাট, অজিঙ্কা রাহানে এবং টিম ম্যানেজমেন্ট সঠিক সমাধানসূত্র বের করবে। যা বিরাটের উপর থেকে চাপ কমিয়ে দেবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ডায়েট না করে, ১ মাসে ১ কেজি ওজন কমান! কফির কাপে লাগবে শুধু কয়েক ফোঁটা এই ফলের রস প্রয়াত প্রবীণ কন্নড় অভিনেতা দ্বারাকীশ, বয়স হয়েছিল ৮১ UPSC সিভিল সার্ভিসে প্রথম আদিত্য! চাকরির জন্য কোন ১০১৬ জনের নাম গেল? রইল তালিকা বিবাহ-বার্ষিকীতে স্প্যাগেটি খাচ্ছেন রণবীর-আলিয়া, তাঁদের নুডুলস দুহাতে ধরে রাহা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড শেষ অর্থবর্ষে সর্বোচ্চ রাজস্ব দিয়েছে গার্ডেনরিচ, বিতর্কের মধ্যে খুশি পুরসভায় খাজুরাহো লোকসভা কেন্দ্রে বড় চমক, ফব প্রার্থীকে সমর্থন কংগ্রেস সমাজবাদী পার্টির বুধে রামের নামে সরকারি ছুটি বাংলায়, খোলা থাকবে ব্যাঙ্ক? শেয়ার বাজারে হবে লেনদেন? আগামিকাল পালিত হবে রাম নবমী, জেনে নিন পুজোর শুভ সময় ও এই দিনের মাহাত্ম্য

Latest IPL News

১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের ১০৮ মিটারের বিশাল ছক্কা কার্তিকের, চোখ কপালে তুললেন কামিন্স, হল রেকর্ডও- ভিডিয়ো চোখে মুখে রাগ,অভিমান, যন্ত্রণা স্পষ্ট,টানা পাঁচ ম্যাচ হারের পর হতাশ বিরাট-ভিডিয়ো RCB vs SRH: যদি ব্যাটার হতাম- ম্যাচ জেতার পরেও আফসোসের সুর কামিন্সের গলায় টানা হার আত্মবিশ্বাসে ধাক্কা দেয়-দলের মানসিক চাপের কথা স্বীকার করলেন RCB অধিনায়ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.