বাংলা নিউজ > ময়দান > ওড়িশার বিরুদ্ধে ইশানের ঝড়ো শতরান, এই নিয়ে 2022 SMAT-তে তৃতীয়, গড়লেন নজির, জেতালেন ঝাড়খণ্ডকে

ওড়িশার বিরুদ্ধে ইশানের ঝড়ো শতরান, এই নিয়ে 2022 SMAT-তে তৃতীয়, গড়লেন নজির, জেতালেন ঝাড়খণ্ডকে

ইশান কিষাণ।

ঝাড়খণ্ড দলের হয়ে ওপেন করতে নেমে ইশান কিষাণ ৬৪ বলে একেবারে ঝড়ো ১০২ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন। তাঁর এই ইনিংসে রয়েছে পাঁচটি চার এবং সাতটি ছক্কা। ইশানের ইনিংসের উপর ভর করেই ঝাড়খণ্ড নির্দিষ্ট ২০ ওভারে ১৮৮ রানের বড় স্কোর করে।

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটসম্যান ইশান কিষাণ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি। তবে ঘরোয়া ক্রিকেট তিনি নিজেকে প্রমাণ করতে মরিয়া। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইশান একেবারে বিধ্বংসী মেজাজে রয়েছেন। বৃহস্পতিবার ওড়িশার বোলারদের একবারে ধুইয়ে দিয়েছেন ইশান। ঝড়ো সেঞ্চুরি তো করেইছেন। সেই সঙ্গে তাঁর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওড়িশাও। ৭১ রানে সহজ জয় ছিনিয়ে নিয়েছে ঝাড়খণ্ড।

ঝাড়খণ্ড দলের হয়ে ওপেন করতে নেমে ইশান কিষাণ ৬৪ বলে একেবারে ঝড়ো ১০২ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন। তাঁর এই ইনিংসে রয়েছে পাঁচটি চার এবং সাতটি ছক্কা। ইশানের ইনিংসের উপর ভর করেই ঝাড়খণ্ড নির্দিষ্ট ২০ ওভারে ১৮৮ রানের বড় স্কোর করে।

আরও পড়ুন: ব্যাটে-বলে অনবদ্য শাহবাজ, টানা চার ম্যাচ জিতে শেষ আটে বাংলা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইশান কিষাণ দ্বিতীয় প্লেয়ার, যিনি একই মরশুমে তিনটি সেঞ্চুরি করলেন। তাঁর আগে এই রেকর্ড ছিল উন্মুক্ত চাঁদের। ঘটনাক্রমে দু'জনেই আবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন।

ইশান কিষাণের সঙ্গে ওপেন করতে নেমে পঙ্কজ কুমার আউট হয়ে যান শূন্য রান করেই। যেটা বড় ধাক্কা ছিল ঝাড়খণ্ডের কাছে। তিন নম্বরে ব্যাট করতে আসেন বিরাট সিং। তিনি করেন মাত্র ১৮ রান। এ ছাড়া আয়ুশ ভরদ্বাজ ৪ এবং অনুকূল রায় ছয় বলে ১৫ রান করেন। ইশানের পর দ্বিতীয় সর্বোচ্চ করেন কুমার সুরজ। তাঁর সংগ্রহ ২৫ বলে ৩২ রান। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ঝাড়খণ্ড। তাঁর মধ্যে ১০২ রানই ইশানের করা।

আরও পড়ুন: গোড়ালি ভেঙে SMAT থেকে ছিটকে গেলেন বেঙ্কটেশ, IPL 2023-এ খেলতে পারবেন KKR-এর হয়ে?

ওড়িশার হয়ে তারানি সা সবচেয়ে বেশি তিন উইকেট পেয়েছেন। যেখানে রাজেশ মোহান্তি এবং সূর্যকান্ত প্রধান একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় ওড়িশা। ওপেন করতে নেমে শান্তনু মিশ্রের ৫০ বলে ৫৪ ছাড়া বাকিরা কেউ খেলতেই পারেননি। ২০ রানের গণ্ডিই টপকাননি কোনও প্লেয়ার। শান্তনু ছাড়া দুই অঙ্কের ঘরে গিয়েছেন দু'জন।

ঝাড়খণ্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন শাহবাজ নাদিম। বিবেকানন্দ তিওয়ারি এবং অনুকূল রায় নিয়েছেন ২টি করে উইকেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন