ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আর মাত্র কয়েক দিন বাকি। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া গত ডব্লিউটিসি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের পরাজয়ের তিক্ত স্মৃতি মুছে ফেলতে মরিয়া। এবং এ বার ট্রফি জিততে তারা আগ্রহী হয়ে রয়েছে।
৭ জুন ওভালে শুরু হবে এই ফাইনাল ম্যাচ। অস্ট্রেলিয়াও হাল ছাড়ার পাত্র নয়। তবে ভারতের জন্য লজ্জার বিষয় হল, ২০১৩ সাল থেকে ভারত বহু বার আইসিসি ট্রফির কাছাকাছি পৌঁছেও, শিরোপা অধরা থেকে গিয়েছে। তবে এ বার ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনালে পৌঁছানোর পর তাদের আইসিসি-র ট্রফি খরা কাটাতে মরিয়া হয়ে রয়েছে।
দুর্ভাগ্যবশত চোটের কারণে জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ারের মতো কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়া যাবে না। তবে বুমরাহের অনুপস্থিতিতেও ভারতীয় পেস লাইন আপ শক্তিশালী। কিন্তু টেস্টে পন্তের অনুপস্থিতি তীব্র আকার নেবে। পন্তের ম্যাচ জেতানোর ক্ষমতা মিস করবে ভারত। এখন পন্তের জায়গায় ইশান কিষাণ এবং কেএস ভরতের মধ্যে কাকে খেলানো হবে, তা নিয়ে জোর চর্চা রয়েছে।
ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এই দলের খুঁটিনাটি বোঝেন, তিনি বলেছেন যে, ম্যানেজমেন্টের উচিত, যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে থেকেই সেরা দল বেছে নেওয়া। তিনি গত বছর ডব্লিউটিসি ফাইনালের উদাহরণও দিয়েছেন এবং তিনি চূড়ান্ত একাদশ বেছে নিয়েছেন।
রবি শাস্ত্রী হোস্ট ব্রডকাস্টারদের একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ‘সাউদাম্পটনে আমাদের গত বারের ফাইনালের কথা মাথায় রাখতে হবে। আমাদের সেই অভিজ্ঞতা থেকে শিখতে হবে। যারা রয়েছে, তাদের মধ্যে থেকে মানানসই একটি দল নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাউদাম্পটনে, আবহাওয়া প্রধানত মেঘলা ছিল, যা আমার নির্বাচনকে প্রভাবিত করেছিল।’
আরও পড়ুন: না খেলতে পারাটা হতাশার কিন্তু.... CSK-তে হতাশাজনক মরশুম নিয়ে মুখ খুললেন স্টোকস
তিনি যোগ করেছেন, ‘ভারত যদি দুই জন স্পিনার খেলায়, তা হলে হয়তো কেএস ভরত খেলবে, কিন্তু যদি চার জন সিমার এবং একজন স্পিনার খেলে থাকে, তবে এটি ইশান কিষাণকে খেলানো হতে পারে।’
রবি শাস্ত্রী তাঁর পছন্দের টিমে রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলির পরে অজিঙ্কা রাহানেকে ৫ নম্বরে রেখেছেন। এর সঙ্গে রবি শাস্ত্রী বলেছেন, ‘যদি আমরা চার জন সিমার এবং একজন স্পিনার নিয়ে খেলি, সে ক্ষেত্রে দল নির্বাচন অন্য রমক হবে। আমার লাইন আপে ছয়ে থাকবে রবীন্দ্র জাদেজা, এর পর মহম্মদ শামি, মহম্মদ সিরাজ আটে, শার্দুল ঠাকুর থাকবে। রবিচন্দ্রন অশ্বিন একাদশ স্থান দখল করবে, উমেশ যাদব বারো সদস্যের স্কোয়াড সম্পূর্ণ করবে।’
ভারতের প্রাক্তন কোচ আরও বলেছেন, ‘যদি চার জন সিমার খেলতে, তা হলে উমেশ এবং শার্দুল দু'জনেই সিরাজ এবং শামির সঙ্গে খেলবে। কিন্তু যদি দুই স্পিনার খেলে, তা হলে অশ্বিন, জাদেজা, শার্দুল, শামি এবং সিরাজ খেলবে। এবং এটাই হওয়া উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।