আর হাতে মাত্র কয়েকটা দিন। তারপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। দুই দল মরিয়া হয়ে রয়েছে ফাইনাল জেতার জন্য। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়া প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলছে। শেষ মুহূর্তে নিজেদের মতো প্রস্তুতি সারছে তারা। চলছে বিপক্ষের দুর্বল ও শক্তিশালী দিক নিয়ে কাটাছেঁড়া। দুই দলেরই প্রথম একাদশ প্রায় নিশ্চিত। তবে ভারত উইকেটরক্ষক হিসেবে কাকে খেলাবে সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেএল রাহুল হঠাৎ চোট পেয়ে ছিটকে যাওয়ায় উইকেটের পিছনের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে ইশান কিষাণ এবং কে এস ভরতের মধ্যে লড়াইয়ের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের পাল্লা ভারী ভরতের দিকেই। এইবার তা নিয়ে মুখ খুললেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। জানালেন দুই ক্রিকেটারই অনেক গুরুত্বপূর্ণ। দলে যেই জায়গা পান না কেন নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ এটা।
ঋদ্ধিমান সাহা বিতর্কিতভাবে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর কেএস ভরত তাঁর জায়গায় দলে সুযোগ পান। তবে ভারতীয় দলের কাছে ঋষভ পন্তই প্রথম পছন্দ হয়ে ওঠে। তিনি নিজেকে সেই ভাবে প্রমাণও করেন। কিন্তু ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ায় দরজা খুলে যায় ভরতের কাছে। ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পান তিনি।
অন্যদিকে ইশান কিষাণ জাতীয় দলে ভালো পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে এই বছর আইপিএলেও ভালো রান করেছেন। ১৫টি ইনিংস খেলে ৪৫৪ রান করেছেন তিনি। বাঁ-হাতি এই আক্রমণাত্মক ব্যাটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে চলেছেন। ঋষভের মতো আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন বলেই বদলি হিসাবে ইশানকে অনেকেই বিকল্প হিসাবে মেনে নিয়েছেন।
এই অবস্থায় আগামী ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নামার সময় ভারতের উইকেট রক্ষককে হবে তা নিয়ে আলোচনা সর্বত্র। সেই বিষয়েই এবার নিজের মতো প্রকাশ করলেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি মনে করেন এই ফাইনাল ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের জন্য। দুই ক্রিকেটারদের কাছে লাল বলের ক্রিকেটের নিজেদের প্রমাণ করার সেরা মঞ্চ এটা। সম্প্রতি নিউজ ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'ঋষভ আক্রমণাত্মক ব্যাটার। অবশ্যই সবাই তাঁকে মিস করছে। কিন্তু সত্যিই এটি সম্পর্কে খুব বেশি কিছু করার নেই। আমাদের কেএস ভরত এবং ইশানকে নিয়ে এগিয়ে যেতে হবে। এর মধ্যে ওরা অনেক ক্রিকেট খেলেছে। যথেষ্ট অভিজ্ঞতাও আছে। ইশান খানিকটা পন্তের মতো। এটা ওদের কাছে ক্রিকেটের লম্বা ফরম্যাটে নিজেদের প্রমাণ করার একটা সুযোগ।'
তবে ভারতের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে টেস্ট ক্রিকেটে এই দুই ক্রিকেটারের অভিজ্ঞতা। ইশান এখনও ভারতীয় টেস্ট দলে তাঁর অভিষেক ঘটাতে পারেননি। অন্যদিকে কেএস ভরত মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। এখন দেখার বিষয় এটাই উইকেট কিপার হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আক্রমণাত্মক ব্যাটারকে বেছে নেয় নাকি পুরোদস্তর উইকেট কিপারকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।