শুভব্রত মুখার্জি
বিজ্ঞাপনী বিতর্ক, জার্সিতে স্টার বিতর্কে জেরবার এটিকে মোহনবাগান। যদিও সমর্থকদের প্রবল বিক্ষোভের পরে সেসব মিটতে চলেছে। এসবের মধ্যেই গোয়াতে ক্লোজড-ডোর অনুশীলনে ব্যস্ত আন্তোনিও লোপেজ হাবাস বাহিনী। রয় কৃষ্ণদের অনুশীলনের ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলেও নেই কোনও সাংবাদিক প্রবেশের অনুমতি।
এর মধ্যেই টুর্নামেন্ট শুরুর নির্ঘণ্ট ও ঘোষণা করা হয়েছে। আগামী ২০ শেষ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। ২৭ তারিখ ডার্বিতে লাল হলুদের মুখোমুখি হবে এটিকে-মোহনবাগান। টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা লেগেছে শিবিরে। চোটের কারণে ছিটকে গিয়েছেন জবি জাস্টিন।
এর মাঝেই স্পেনীয় কোচ অ্যান্টোনিও হাবাস লোপেজ আইএসএলের জন্য ২৭ জন ফুটবলারকে বেছে নিলেন। তাতে মোহনবাগানের আইলিগ জেতা দলের একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন শেখ সাহিল। এটিকে মোহনবাগান কোচ হিসেবে আইএসএলের ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী লোপেজ হাবাস। একনজরে দেখে নেওয়া যাক এটিকে-মোহনবাগানের ঘোষিত দল :
∆ গোলরক্ষক:
অরিন্দম ভট্টাচার্য, ধীরাজ সিং, অভিলাষ পাল, আনোয়ার শেখ এবং আরিয়ান লাম্বা।
∆ ডিফেন্স :-
লুইস এসপিনোসা তিরি, প্রীতম কোটাল, প্রবীর দাস, সন্দেশ জিঙ্ঘান, শুভাশিস বসু এবং সুমিত রাঠি।
∆ মিডফিল্ড :-
জ্যাভিয়ার হার্নান্দেস, এডু গার্সিয়া, কার্ল ম্যাকহিউ, ব্র্যাড ইনমান, গ্রেন মার্টিনস, প্রণয় হালদার, রেজিন মাইকেল, নিনগোমবাম সিং, বরিস সিং, জয়েশ রানে, সোসাই রাজ এবং শেখ সাহিল।
∆ ফরোয়ার্ড :-
রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংহ এবং মহম্মদ ফারদিন আলি মোল্লা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।