শুভব্রত মুখার্জি
এই মরশুমে আইএসএলের উদ্বোধনী ম্যাচে আন্তোনিও হাবাসের এটিকে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্সের। প্রথম ম্যাচের আগে হাবাস মূলত দুশ্চিন্তায় রয়েছেন ফুটবলারদের চোটের সমস্যা নিয়ে। প্রতিযোগিতা শুরুর আগে এসসি ইস্টবেঙ্গল যখন অনুশীলন ম্যাচ খেলেছে, তখন অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও পরে পিছিয়ে আসেন হাবাস। একাংশের মতে, ফুটবলারদের চোট লেগে যেতে পারে, এমনই আশঙ্কায় অনুশীলন ম্যাচে খেলতে রাজি হননি হাবাস।
কেরালা ম্যাচের আগে সাবধানী হাবাস। কারণ প্রতিপক্ষ দলের কোচ তথা গত মরশুমে আই লিগ জয়ী কিবু ভিকুনার ভারতীয় ফুটবল সম্বন্ধে রয়েছে সম্যক ধারণা। ফলে গোয়ায় রীতিমতো ক্লোজড ডোর অনুশীলন হয়েছে দলের । কালো কাপড় দিয়ে মাঠের চারপাশ ঢেকে দেওয়া হয়েছিল যাতে কোনওভাবেই রণকৌশল বেরিয়ে না যায়।
তবে ক্লাব সূত্রে খবর, হাবাস জোর দিচ্ছেন সেটপিস মুভমেন্টে। ফ্রি-কিক, কর্নার থেকে গোল করার অনুশীলনের পাশাপাশি রক্ষণের ব্যাপারেও কঠোর অনুশীলন চলছে। সূত্রের খবর অনুযায়ী, কেরালার বিরুদ্ধে প্রথম একাদশ এখন ও চূড়ান্ত নয় হাবাসের। ৩-৫-২ ছকের পাশাপাশি ৪-৪-২, ৩-৪-৩ ছকেও নাকি অনুশীলন করিয়েছেন কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।