ISL 2020-21: নয়া বছরেও ছাড় নয়, অনুশীলন করেই নয়া বর্ষকে স্বাগত জানাবে এটিকে-মোহনবাগান
1 মিনিটে পড়ুন . Updated: 01 Jan 2021, 01:34 PM IST- কঠোর অনুশীলনের মাধ্যমে বর্ষবরণ করবে।
শুভব্রত মুখার্জি
বছরের শেষটা ভালোভাবেই করেছে এটিকে-মোহনবাগান। চেন্নাইয়িন এফসির সঙ্গে ড্র করে আইএসএলের লিগ টেবিলের শীর্ষে থেকে তারা নতুন বছরে পা দিয়েছে। আর নতুন বছরেও যাতে এই ফর্ম ধরে রাখতে পারে সবুজ-মেরুন শিবির, তাতে সচেষ্ট এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
বড়দিনের পরে নিজেদের অনুশীলন করেছিলেন সবুজ-মেরুন খেলোয়াড়রা। এবার সেই ধারা বজায় রেখেই বছরের প্রথমদিনেও অনুশীলনে কোনও খামতি রাখতে দিলেন না হাবাস। নববর্ষের দিন ছুটিই পেলেন না রয় কৃষ্ণরা। শুক্রবার নতুন বর্ষের প্রথম দিনে সন্ধ্যায় দলের অনুশীলন ডেকেছেন হাবাস। ফুটবলারদের তিনি কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন, দলের এখনও অনেক ভুল হচ্ছে, তা শুধরে নিতে হবে। এটিকে-মোহনবাগানের পরবর্তী ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে।
চেন্নাইয়িনের বিরুদ্ধে আগের ম্যাচে ফুটবলারদের ভুল পাস বাড়ানো এবং মাঝমাঠে একগুচ্ছ ফাউল করা নিয়ে অখুশি হাবাস। তাই অনুশীলনে ফুটবলারদের কোচের নির্দেশ গোলের সামনে কোনও ফাউল করা যাবে না। ডিফেন্ডার ও গোলকিপারদের হাত থেকে কোনও বল যেন ছিটকে বেরিয়ে না যায়, তাও নিশ্চিত করতে বলেছেন।