মোহনবাগান ছিল সুখের সংসার। সবুজ-মেরুন শিবিরকে আই লিগ দিয়েও কোচের পদে বহাল থাকা হয়নি তারা এটিকের সঙ্গে জোট বাঁধায়। কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব নিয়ে আইএসএলে নতুন অভিযান শুরু করলেও কিবু ভিকুনার প্রথম বছরের অভিযান মনে রাখার মতো হল না।
প্রত্যাশা মতো ফল না মেলায় টুর্নামেন্টের শেষদিকে এসে চাকরি খোয়াতে হল একদা বাগানের প্রিয় কিবু স্যারকে। দল প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ায় কেরালা ব্লাস্টার্স ছেঁটে ফেলল হেড কোচ কিবু ভিকুনাকে। এমনটাই খবর গোল ডট কমের।
কিবু ভিকুনার সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা বেশ কিছুদিন আগে থেকেই ভাবা হচ্ছিল বলে শোনা যাচ্ছে। তবে হায়দরাবাদ এফসির কাছে ০-৪ গোলে হারার পরেই তড়িঘড়ি কোচ বদলের সিদ্ধান্ত নেওয়া হয় কেরালার তরফে।
চলতি মরশুমে কেরালা ব্লাস্টার্সের পারফর্ম্যান্স নিতান্ত খারাপ। তারা ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে রয়েছে। কেরালা এবার জিতেছে মাত্র ৩টি ম্যাচে। হেরেছে ৮টি ম্যাচ। ড্র করে মাঠ ছেড়েছে ৭টি ম্যাচে। মরশুমে তাদের বাকি রয়েছে আর ২টি ম্যাচ।
১৮ ম্যাচে তারা টুর্নামেন্টের সবথেকে বেশি ৩৩টি গোল হজম করেছে। শেষ চার ম্যাচের ৩টিতে হারতে হয় ব্লাস্টার্সকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।