বাংলা নিউজ > ময়দান > ISL 2020-21: ফের হার ইস্টবেঙ্গলের, এবার মুম্বই সিটির কাছে বিধ্বস্ত লাল-হলুদ শিবির
মুম্বইয়ের কাছে তিন গোল হজম করল ইস্টবেঙ্গল। ছবি- আইএসএল। 

ISL 2020-21: ফের হার ইস্টবেঙ্গলের, এবার মুম্বই সিটির কাছে বিধ্বস্ত লাল-হলুদ শিবির

ডার্বি হারের ধাক্কা সামলে ওঠার আগেই পুনরায় পরাজয়ের মুখ দেখতে হয় ফাওলারদের।

এবারই প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের আঙিনায় মাথা গলিয়েছে এসসি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই এটিকে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। সমর্থকদের প্রত্যাশার বিপুল চাপ মাথায় নিয়ে ইস্টবেঙ্গলের সামনে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে মরিয়া দেখালেও ইস্টবেঙ্গলকে ব্যর্থ হতে হয় আরও একবার। টুর্নামেন্টে উপর্যুপরি দ্বিতীয় হারের মুখ দেখতে হয় শতবর্ষের লাল-হলুদ শিবিরকে।

01 Dec 2020, 09:46:50 PM IST

কোচের কথা মতো পরিণত ফুটবল উপহার দিতে ব্যর্থ ইস্টবেঙ্গল

আইএসএলের শুরুটা মোটেও মনে রাখার মতো হল না এসসি ইস্টবেঙ্গলের। একেবারে শেষ মুহূর্তে টুর্নামেন্টে ঢুকে পড়লেও লাল-হলুদ শিবির যে গুছিয়ে মাঠে নামতে পারেনি, তা বোঝা গেল প্রথম দু'টি ম্যাচের পারফর্ম্যান্স দেখেই। মোহনবাগানের কাছে ডার্বি হারার পর ইস্টবেঙ্গল কোচ ফাওলার পরিণত ফুটবলের আশ্বাস দিয়েছিলেন। যদিও দ্বিতীয় ম্যাচে চূড়ান্ত আগোছাল দেখায় লাল-হলুদের ডিফেন্সকে। তুলনায় কয়েকটা দুরন্ত আক্রমণ চোখে পড়ে রফিকদের কাছ থেকে। এবার হারের ব্যবধান আরও বাড়ে। উল্লেখযোগ্য বিষয় হল, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দু'ম্যাচে সাকুল্যে ৫টি গোল হজম করতে হলেও ইস্টবেঙ্গল প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি একবারও।

01 Dec 2020, 09:30:16 PM IST

খেলা শেষ, ইস্টবেঙ্গল টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত

ঘুরে দাঁড়াতে ব্যর্থ ইস্টবেঙ্গল। এটিকে-মোহনবাগানের কাছে ০-২ গোলে ডার্বি হারার পর এবার মুম্বই সিটি এফসির কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হল লাল-হলুদ শিবির। এদিন ম্যাচে জোড়া গোল করেন ফন্দ্রে। একটি গোল হার্নানের।

01 Dec 2020, 09:28:26 PM IST

ব্যবধান কমাতে ব্যর্থ ইস্টবেঙ্গল

শেষ মুহূর্তে জেজের আক্রমণ প্রতিহত হয় মুম্বই সিটির রক্ষণে।

01 Dec 2020, 09:23:34 PM IST

৫ মিনিটের ইনজুরি টাইম

দ্বিতীয়ার্ধে ৫ মিনিট অতিরিক্ত সময় সংযোজিত হয়।

01 Dec 2020, 09:19:13 PM IST

চোট পেলেন বার্থোলোমিউ

ফন্দ্রের পরিবর্তে মাঠে নামা বার্থোলোমিউ চোট পেলেন। যদিও বিপদ কিছু ঘটেনি।

01 Dec 2020, 09:16:56 PM IST

একসঙ্গে তিন জন পরিবর্ত

৮৩ মিনিটে একসঙ্গে তিনজন ফুটবলারকে বদল করে মুম্বই সিটি এফসি। রাওলিনের বদলে মেহতাব সিং, হুগো আদনানের বদলে সাই এবং বিপিন সিংয়ের পরিবর্তে ফারুক মাঠে নামেন।

01 Dec 2020, 09:11:03 PM IST

পরিবর্ত

৭৮ মিনিটে সুরচন্দ্রকে তুলে নিয়ে ইস্টবেঙ্গল মাঠে নামায় অভিষেক আম্বেকরকে।

01 Dec 2020, 09:07:40 PM IST

পরিবর্ত

৭০ মিনিটে ফন্দ্রেকে তুলে নেয় মুম্বই সিটি। মাঠে নামেন বার্থোলোমিউ।

01 Dec 2020, 09:00:10 PM IST

পরিবর্ত

ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার ৬৭ মিনিটে তুলে নেন বলবন্তকে। পরিবর্তে মাঠে নামান জেজেকে।

01 Dec 2020, 08:56:46 PM IST

পরিবর্ত

মুম্বই সিটি তুলে নেয় বিগনেসকে। মাঠে নামেন প্রাঞ্জল।

01 Dec 2020, 08:55:01 PM IST

হলুদ কার্ড

হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের লুয়াং এবং মুম্বই সিটির মান্দার রাও ও জাহু।

01 Dec 2020, 08:52:30 PM IST

ফের গোল খেল ইস্টবেঙ্গল

৫৮ মিনিটে হার্নানের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল মুম্বই সিটি এফসি।

01 Dec 2020, 08:42:34 PM IST

পেনাল্টি থেকে গোল ফন্দ্রের

দ্বিতীয়ার্ধের খেলা শুরু মাত্রই পেনাল্টি পেয়ে যায় মুম্বই সিটি এফসি। ৪৮ মিনিটে স্পট কিক থেকে গোল করেন ফন্দ্রে। মুম্বই এগিয়ে যায় ২-০ গোলে।

01 Dec 2020, 08:24:26 PM IST

হাফ-টাইম

প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচে মুম্বই সিটি এফসি এগিয়ে ১-০ গোলে। ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং টাচ দিতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে দোবজিৎ অনবদ্য একটি গোল বাঁচান প্রথমার্ধে।

01 Dec 2020, 08:19:39 PM IST

হলুদ কার্ড ও ৩ মিনিটের ইনজুরি টাইম

৪৪ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন মুম্বই সিটির মৌর্তাদা ফল। প্রথমার্ধে ৩ মিনিটের ইনজুরি টাইম যোগ হয়।

01 Dec 2020, 08:12:08 PM IST

হলুদ কার্ড

৩৬ মিনিটের মাথায় বলবন্তকে পিছন থেকে ট্যাকল করার জন্য হলুদ কার্ড দেখলেন রাওলিন বোর্জেস। ইস্টবেঙ্গল বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পেয়ে যায়। যদিও ফ্রি-কিক শট পোস্টের উপর দিয়ে উড়ে যায়।

01 Dec 2020, 08:04:30 PM IST

কুলিং ব্রেক

৩০ মিনিটের খেলা অতিক্রান্ত। ফন্দ্রের গোলে মুম্বই সিটি এফসি এখনও পর্যন্ত এগিয়ে ১-০ গোলে।

01 Dec 2020, 07:57:30 PM IST

ফন্দ্রের গোল, পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল

১৯ মিনিটের মাথায় রফিকের আক্রমণ প্রতিহত করেন অমরিন্দর। ২০ মিনিটের মাথায় গোল করলেন অ্যাডাম জেমস লে ফন্দ্রে। কেরিয়ারের ৬০০তম ম্যাচে মাঠে নেমে গোল করলেন তিনি।  ০-১ গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল।

01 Dec 2020, 07:53:06 PM IST

১৫ মিনিটে ম্যাচ গোলশূন্য

ইস্টবেঙ্গলের আক্রমণ সহজেই প্রতিহত করেন অমরিন্দর। ১৫ মিনিটের খেলা অতিক্রান্ত। ম্যাচ এখনও গোলশূন্য।

01 Dec 2020, 07:47:05 PM IST

দুরন্ত সেভ ও হলুদ কার্ড

৯ মিনিটের মাথায় অনবদ্য গোল বাঁচিয়ে ইস্টবেঙ্গলকে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন দেবজিৎ। ১০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন মুম্বই সিটির রাকিপ।

01 Dec 2020, 07:44:37 PM IST

শুরুতেই ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে

চোট পেয়ে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স। চেষ্টা করেছিলেন মাঠে ফেরার। তবে পারেননি। তাঁর পরিবর্তে মাঠে নামেন মহম্মদ রফিক।

01 Dec 2020, 07:34:04 PM IST

ম্যাচ শুরু

জাতীয় সঙ্গীতের পর রেফারির লম্বা বাঁশিতে শুরু আইসএলে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ।

01 Dec 2020, 07:23:50 PM IST

মান্দার রাওয়ের মাইলস্টোন

প্রথম ফুটবলার হিসেবে ইন্ডিয়ান সুপার লিগে ১০০তম ম্যাচ খেলতে নামছেন মুম্বই সিটি এফসির মান্দার রাও দেশাই। স্বাভাবিকভাবেই তারকা ডিফেন্ডার নিজের মাইলস্টোন ম্যাচকে জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন।

01 Dec 2020, 07:12:33 PM IST

মুম্বই সিটি এফসির প্রথম একাদশ

অমরিন্দর সিং (গোলকিপার ও ক্যাপ্টেন), মহম্মদ রাকিপ, মান্দার রাও দেশাই, মৌর্তাদা ফল, হার্নান ড্যানিয়েল, আহমেদ জাহু, হুগো আদনান, রাওলিন বোর্জেস, বিগনেস দক্ষিণামূর্তি, বিপিন সিং, অ্যাডাম জেমস।

01 Dec 2020, 07:06:42 PM IST

এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

দেবজিৎ মজুমদার (গোলকিপার), স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স (ক্যাপ্টেন), নারায়ন দাস, মহম্মদ ইর্শাদ, অ্যান্থনি পিলকিংটন, ওয়াহেংবাম অঙ্গৌসানা লুয়াং, মাত্তি স্টেনম্যান, জ্যাকস ম্যাঘোমা, সুরচন্দ্র সিং, বলবন্ত সিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.