
ISL 2020-21: ব্যর্থ ছেত্রী, বেঙ্গালুরুকে মরশুমের প্রথম হারের স্বাদ দিল মোহনবাগান
Updated: 21 Dec 2020, 09:27 PM IST- বিএফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নেয় সবুজ-মেরুন শিবির।
লিগ টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দু'দল একে অপরের মুখোমুখি আইএসএলে। স্বাভাবিকভাবেই উত্তেজক লড়াইয়ের অপেক্ষায় ছিল ভারতীয় ফুটবলমহল। শেষমেশ বেঙ্গালুরুর থেকে পয়েন্ট টেবিলের ব্যবধান বজায় রাখে সবুজ-মেরুন শিবির। সুনীল ছেত্রীদের ১-০ গোলে পরাজিত করে মোহনবাগান। ৩৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেভিড উইলিয়ামস।
মোহনবাগান জিতলেও পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা হল না তাদের। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে থেকে যায়। গোলের নিরিখে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়েই এক নম্বরে রয়েছে মুম্বই সিটি এফসি। বেঙ্গালুরু ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে যথারীতি তিন নম্বরে থেকে যায়।
ডেভিড উইলিয়ামসের প্রথমার্ধের গোলে বেঙ্গালুরু এফসিকে মরশুমের প্রথম হারের স্বাদ দিল এটিকে-মোহনবাগান। মোহনবাগানের এটি মরশুমের পঞ্চম জয়।
রেফারির লম্বা বাঁশিতে ম্যাচ শেষে। ইস্টবেঙ্গল আগের দিন ইনজুরি টাইমে গোল হজম করে ম্যাচে পয়েন্ট খুইয়েছিল। সতর্ক মোহনবাগান সেই ভুল করেনি।
দ্বিতীয়ার্ধে ৫ মিনিট সময় যোগ হয় ইনজুরি টাইম হিসেবে।
৯০ মিনিটের মাথায় এডু গার্সিয়াকে তুলে নিয়ে এটিকে মাঠে নামায় গ্লেন মার্টিন্সকে।
৮৬ মিনিটে রাহুল ভেকের পরিবর্তে সেম্বোই হাওকিপকে মাঠে নামায় বিএফসি।
৮৪ মিনিটে ম্যাচের গোল স্কোরার উইলিয়ামসকে তুলে নিয়ে প্রবীর দাসকে মাঠে নামায় সবুজ-মেরুন শিবির।
৮৩ মিনিটে সুনীল ছেত্রীর হেডার মাঠের বাইরে।
৭৬ মিনেটে মনবীরের শট প্রতিহত করেন গুরপ্রীত।
৭৩ মিনিটে সিলভার বাঁ-পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।
৭৩ মিনিটের মাথায় প্রণয় হালদারকে তুলে নিয়ে হাবাস মাঠে নামান জয়েস রানেকে।
৭০ মিনিটের মাথায় কৃষ্ণার বাঁ-পায়ের শট পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।
৬১ মিনিটে একসঙ্গে তিনজন পরিবর্ত ফুটবলার মাঠে নামায় বেঙ্গালুরু। এরিকের পরিবর্তে মাঠে নামেন ফ্রান্সিসকো। ব্রাউনের বদলে মাঠে নামেন ক্রিশ্চিয়ান। প্রতীকের পরিবর্তে খেলতে নামেন অগাস্টিন।
৫৪ মিনিটে বক্সের ডান দিক থেকে মনবীরের শট পোস্টের উপর দিয়ে উড়ে যায়।
৫১ মিনিটে বক্সের বাইরে থেকে উইলিয়ামসের ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট।
বিএফসি উদান্তাকে তুলে নিয়ে মাঠে নামায় সুরেশকে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। বেঙ্গালুরু তাদের দলে একটি পরিবর্তন করেছে।
প্রথমার্ধের খেলা শেষ। এটিকে-মোহনবাগান এগিয়ে ১-০ গোলে। ৩৩ মিনিটে মোহনবাগানের হয়ে দুরন্ত গোল করেন ডেভিড উইলিয়ামস।
প্রথমার্ধে ২ মিনিটের ইনজুরি টাইম যোগ হয়।
৪৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন বিএফসির রাহুল ভেকে।
গোল খাওয়ার পর মরিয়া আক্রমণ বেঙ্গালুরুর। ৩৮ মিনিটে বিএফসির জোড়া আক্রমণ প্রতিহত হয় মোহনবাগানের ডিফেন্সে।
৩৩ মিনিটে উইলিয়ামসের গোলে ১-০ এগিয়ে যায় এটিকে-মোহনবাগান। কার্ল ম্যাকহিউয়ের বাড়ানো পাস থেকে বল ধরে বক্সে ঢোকেন উইলিয়ামস। বক্সের বাঁ-প্রান্ত থেকে ডান পায়ের শটে বল বেঙ্গালুরুর জালে জড়িয়ে দেন তিনি।
ম্যাচের ৩০ মিনিটের খেলা অতিক্রান্ত। কোনও দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। ম্যাচের প্রথম কুলিং ব্রেকে ফুটবলাররা।
২৭ মিনিটে ব্রাউনের পাস থেকে বল ধরে সুনীল ছেত্রী বাঁ-পায়ের শট নেন। সেভ করেন অরিন্দম।
২৬ মিনিটের মাথায় ম্যাচের প্রথম কর্ণার আদায় করে নেয় বেঙ্গালুরু।
২২ মিনিটের মাথায় সুভাশিসের দুরন্ত ক্রস থেকে গোল করতে ব্যর্থ বন মনবীর। কার্যত গোলকিপারকে একা পেয়েও বাঁ-পায়ের শটে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। হালকা শট সোজা গুরপ্রীতের হাতে মেরে বসেন তিনি।
১৬ মিনিটের মাথায় উইলিয়ামসের কাছ থেকে বল ধরে বাঁ-পায়ের শট নেন কৃষ্ণা। বর বেঙ্গালুরুর ডিফেন্সে প্রতিহত হয়।
১১ মিনিটের মাথায় মনবীর, কৃষ্ণা, গার্সিয়ার মিলিত আক্রমণ প্রতিহত হয় বেঙ্গালুরুর ডিফেন্সে। রাহুল ভেকে বিপদ থেকে উদ্ধার করেন দলকে।
৬ মিনিটের মাথায় এডু গার্সিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা করেন। তবে ডেভিড উইলিয়ামস অফসাইডের কবলে পড়েন।
ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখলেন জুয়ানান। ৫ মিনিটের মাথায় বিএফসি তারকাকে হলুদ কার্ড দেখান রেফারি।
ম্যাচের ২ মিনিটের মাথায় বেঙ্গালুরুর বক্সে প্রথমবার আক্রমণ শানায় মোহনবাগান। কৃষ্ণা ও গার্সিয়ার আক্রমণ প্রতিহত হয় গুরপ্রীতের দস্তানায়।
জাতীয় সঙ্গীতের পর রেফারির বাঁশিতে খেলা শুরু।
রয় কৃষ্ণা টস জিতে ডান দিক থেকে বাঁ-দিকে আক্রমণের সিদ্ধান্ত নেন।
গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার), রাহুল ভেকে, প্রতীক চৌধরি, জুয়ানান, হরমনজ্যোত খাবরা, এরিক পার্তালু, দিমাস দেলগাদো, ক্লেটন সিলভা, সুনীল ছেত্রী (ক্যাপ্টেন), উদান্তা সিং ও দেশর্ন ব্রাউন।
অরিন্দম ভট্টাচার্য (গোলকিপার), সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, তিরি, সুভাশিস বোস, কার্ল ম্যাকহিউ, এডু গার্সিয়া, প্রণয় হালদার, মনবীর সিং, ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণা (ক্যাপ্টেন)।