
ISL 2020-21: উইলিয়ামসের শেষ মুহূর্তের গোলে ৩ পয়েন্ট ছিনিয়ে নিল মোহনবাগান
Updated: 21 Jan 2021, 09:26 PM IST- চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে পরাজিত করে এটিকে।
চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রথম লেগে গোলশূন্য ড্র করে এটিকে-মোহনবাগান। এবার ফিরতি লেগে জয় তুলে নিয়ে নিজেদের আধিপত্য প্রমাণ করল সবুজ-মেরুন শিবির।
চেন্নাইয়িন ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে নেওয়ায় ১২ ম্যাচে বাগানের সংগ্রহ দাঁড়ায় ২৪ পয়েন্ট। তারা যথারীতি দ্বিতীয় স্থানে থেকে যায়। মুম্বই সিটির সঙ্গে তাদের ব্যবধান কমে দাঁড়ায় ২ পয়েন্টে। মুম্বই ১১ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে। চেন্নাইয়িন ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থেকে যায়।
চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র করলেও ফিরতি ম্যাচে ১-০ গোলে জয় তুলে নেয় এটিকে-মোহনবাগান। ৯০+১ মিনিটে বাগানের হয়ে জয়সূচক গোল করেন উইলিয়ামস। চলতি আইএসএলে এটি সবুজ-মেরুন শিবিরের ৭ নম্বর জয়।
লম্বা বাঁশিতে ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন রেফারি। উইলিয়ামসের শেষ মুহূর্তের গোলে মোহনবাগান জয়ী।
৯০+৫ মিনিটে তিরি গোলসাইন সেভ করে ম্যাচে সমতায় ফেরা থেকে আটকায় চেন্নাইয়িনকে।
ইনজুরি টাইমে থই সিংকে তুলে নিয়ে ধনপালকে মাঠে নামায় চেন্নাইয়িন।
৯০+১ মিনিটের মাথায় উইলিয়ামসের গোলে ১-০ এগিয়ে যায় মোহনমবাগান।
দ্বিতীয়ার্ধে ৬ মিনিট ইনজুরি টাইম যোগ হয়।
৯০ মিনিটে গার্সিয়াকে তুলে নিয়ে জয়েসকে মাঠে নামায় এটিকে।
৮৯ মিনিটে শেখ সাহিলকে তুলে নিয়ে মোহনবাগান মাঠে নামায় কোমলকে।
৯৮ মিনিটে হলুদ কার্ড দেখেন মোহনবাগানের তিরি।
৮২ মিনিটে হলুদ কার্ড দেখেন চেন্নাইয়িনের রেগান সিং।
৮০ মিনিটে জোড়া পরিবর্ত মাঠে নামায় চেন্নাইয়িন। জেরির বদলে মাঠে নামেন ফানাই। এসমায়েলের বদলে মাঠে নামেন জার্মনপ্রীত।
৭৪ মিনিটে হার্নান্ডেজের বাঁকানো ফ্রি-কিক শট বাঁ-দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন চেন্নাইয়িন গোলরক্ষক বিশাল।
৭৩ মিনিটে ডেভিড উইলিয়ামসের পাস খেকে বল ধরে আক্রমণ শানানোর চেষ্টা করেন হার্নান্ডেজ। আক্রমণ প্রতিহত করেন মেমো।
৬৯ মিনিটে রহিম আলিকে তুলে নিয়ে চেন্নাইয়িন মাঠে নামায় জাকুবকে।
৬৭ মিনিটে জোড়া পরিবর্ত ফুটবলার মাঠে নামায় এটিকে-মোহনবাগান। কার্ল ম্যাকহিউসের বদলে মাঠে নামেন ডেভিড উইলিয়ামস। মনবীরের পরিবর্তে মাঠে নামেন মাইকেল।
৫৫ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নেমে ৬৪ মিনিটে হলুদ কার্ড দেখলেন মোহনবাগানের সুমিত রথি।
৫৫ মিনিটের মাথায় ম্যাচের প্রথম পরিবর্ত ফুটবলার মাঠে নামায় মোহনবাগান। শুভাশিসকে তুলে নিয়ে তারা মাঠে নামায় সুমিত রথিকে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। কোনও দলই পরিবর্ত ফুটবলার মাঠে নামায়নি।
প্রথমার্ধের খেলা শেষ। বিরতিতে ম্যাচ গোলশূন্য।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন ম্যাকহিউ।
প্রথমার্ধে ২ মিনিটের ইনজুরি টাইম যোগ হয়।
৩৮ মিনিটের মাথায় প্রীতমের কাছ থেকে বল ধরে বক্সের ভিতরে বাড়িয়ে দেন মনবীরয যদিও বল ধরার মতো কেউ ছিলেন না।
৩০ মিনিটের খেলা অতিক্রান্ত। কোনও দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি এখনও। ম্যাচের প্রথম কুলিং ব্রেকে ফুটবলাররা।
২১ মিনিটের মাথায় তিরি বল বাড়িয়ে দেন গার্সিয়ার দিকে। গার্সিয়া বল বক্সে থাকা হার্নান্ডেজের উদ্দেশ্যে এগিয়ে গেন। তাঁর ভলি বাঁ-দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন বিশাল।
১৭ মিনিটের মাথায় গোলের সুযোগ তৈরি করে এটিকে-মোহনবাগান। তবে কৃষ্ণার দিলে ক্রস বাড়িয়ে দেওয়ার সময় নিয়ন্ত্রণ রাখতে পারেননি মনবীর। ফলে সুযোগ নষ্ট হয়।
৯ মিনিটের মাথায় রহিম আলির শট লক্ষ্যভ্রষ্ট হয়।
জাতীয় সঙ্গীতের পর রেফারির বাঁশিতে খেলা শুরু।
বিশাল কাইত (গোলকিপার), দীপক টাঙ্গরি, জেরি, এলি সাবিয়া (ক্যাপ্টেন), এনেস সিপোভিচ, রেগান সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, থই সিং, মেমো মউরা, রহিম আলি, এসমায়েল।
অরিন্দম ভট্টাচার্য (গোলকিপার), সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, তিরি, সুভাশিস বোস, কার্ল ম্যাকহিউ, শেখ সাহিল, এডু গার্সিয়া, জাভিয়ের হার্নান্ডেজ, মনবীর সিং ও রয় কৃষ্ণা (ক্যাপ্টেন)।