বাংলা নিউজ > ময়দান > ‘রিমুভ এটিকে’, মোহনবাগান তাঁবু-ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ সমর্থকদের

‘রিমুভ এটিকে’, মোহনবাগান তাঁবু-ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ সমর্থকদের

ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ মোহনবাগান সমর্থকদের। (ছবি সৌজন্য, ফেসবুক @ultadangamariners)

এক প্রবীণ মোহনবাগান সমর্থক বলেন, 'এটা মোহনবাগান। ১৩০ বছরের পুরনো ক্লাব এটা।’

এতদিন সোশ্যাল মিডিয়ায় চলছিল প্রতিবাদ। এবার এটিকে মোহনবাগানের তৃতীয় কিটের প্রতিবাদে মোহনবাগান ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ দেখালেন সবুজ-মেরুন সমর্থকরা। ক্লাবে সাঁটিয়ে দেওয়া হল ‘রিমুভ এটিকে’ পোস্টার। পরে ধর্মতলায় সিইএসসির সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনেও দেখানো হল বিক্ষোভ। বাগান সমর্থকদের দাবি, সংযুক্তিকরণ নয়, আগামী মরশুম থেকে শুধুমাত্র মোহনবাগান নামে আইএসএল খেলতে হবে।সেখানে বিনিয়োগকারী হিসেবে থাকতে পারেন সঞ্জীব গোয়েঙ্কারা।

এমনিতেই এটিকে মোহনবাগানের যাত্রাপথের সূচনা থেকেই একগুচ্ছ বিতর্ক তৈরি হয়েছিল। আইএসএলের বিজ্ঞাপন, অনুশীলনের জার্সিতে আইএসএল চ্যাম্পিয়নের ‘তারা’ থাকায় বাগান সমর্থকদের একাংশ রীতিমতো উষ্মা প্রকাশ করছিলেন। তবে ক্লাবের সবুজ-মেরুন জার্সি, লোগোতে মোহনবাগানকে প্রাধান্য দেওয়ার পর সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছিল। তারইমধ্যে আইএসএলে ভালো শুরুর পর এটিকে মোহনবাগানকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বাগান সমর্থকরা। কিন্তু তৃতীয় কিট পরে এটিকে মোহনবাগান খেলতে নামার পরই তাল কাটে। 

সমর্থকরা দাবি করেন, সেই জার্সিতে সবুজ-মেরুন রাখা হয়নি। পাশাপাশি যে কালো জার্সি পরে খেলতে নেমেছিলেন রয় কৃষ্ণারা, তা গত মরশুমে এটিকের অ্যাওয়ে জার্সি ছিল। তাঁদের অভিযোগ, বাগান সমর্থকদের চোখে ধুলো দিতে প্রথমে দুটি জার্সি আত্মপ্রকাশ করা হয়েছিল। সমর্থকদের ক্ষোভ প্রশমিত হয়েছে ভেবে নিজেদের ‘জোর’ দেখিয়ে কালো জার্সি ব্যবহার করেছেন সঞ্জীব গোয়েঙ্কারা। সেজন্যই আগেভাগে আত্মপ্রকাশ না করে সরাসরি ম্যাচে কালো জার্সি পরে খেলতে নামানো হয়েছে। তখন থেকেই জার্সি পরিবর্তনের দাবি উঠতে থাকে। সঙ্গে এটিকে মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে তুলে দেওয়ার দাবি জোরালো হয়।

 মোহনবাগান ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ। (ছবি সৌজন্য, ফেসবুক @ultadangamariners)
 মোহনবাগান ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ। (ছবি সৌজন্য, ফেসবুক @ultadangamariners)

মূলত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজে সেই দাবি জানাচ্ছিলেন বাগান সমর্থকরা। রবিবার তাঁরা পথে নামেন। ‘রিমুভ এটিকে’ পোস্টার ব্যানার নিয়ে গঙ্গাপারের ক্লাবের তাঁবুর সামনে জড়ো হন একদল সমর্থক। স্লোগান দিতে থাকেন তাঁরা। ক্লাবের মেন গেট, সদর দরজায় ‘রিমুভ এটিকে’ পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়। সেই সমর্থকদের মধ্যে ছিলেন এক প্রবীণ মোহনবাগানিও। তিনি বলেন, ‘রিমুভ এটিকে। নো ব্ল্যাক জার্সি। সবুজ-মেরুন হল আমাদের জার্সি এবং সেটাই থাকবে। কালো আর কখনও নয়। এটা মোহনবাগান। ১৩০ বছরের পুরনো ক্লাব এটা।’ 

অপর এক সমর্থক জানান, সংযুক্তিকরণের মাধ্যমে আইএসএল খেলা যাবে না। সঞ্জীব গোয়েঙ্কা বিনিয়োগকারী হিসেবে মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কিন্তু মোহনবাগানের নামের আগে এটিকে কোনওভাবে বরদাস্ত করা হবে না। তারইমধ্যে ধর্মতলায় গোয়েঙ্কা গোষ্ঠীর সিইএসসির সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে হাজির হন একদল বাগান সমর্থক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে তাঁরা ‘রিমুভ এটিকে’ স্লোগান তোলেন। বিক্ষোভ দেখান। পোস্টারও সাঁটিয়ে দেওয়া হয়। একইসঙ্গে দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বাগান সমর্থকরা।

তবে বিষয়টি নিয়ে এটিকে মোহনবাগান বা মোহনবাগানের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ময়দানের একটি অংশের অবশ্য ধারণা, যেভাবে বাগান সমর্থকরা রাস্তায় নেমেছেন, তাতে এটিকে মোহনবাগানের অন্দরে ভালোমতো চাপ তৈরি হচ্ছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড ভোটের আগে হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি, উত্তরবঙ্গকে দেওয়া হচ্ছে বিশেষ নজর মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন? টাঙ্গাইল শাড়ি তুমি কার?‌ দু’‌দেশের মধ্যে রয়েছে দড়ি টানাটানি, জিআই তকমা বাংলাদেশে IPL-এ ২৫০ ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করল বেঙ্গালুরু, ছুঁল মুম্বইয়ের অনন্য নজির নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.