
ISL 2020-21: আক্রমণে বিদেশি আনতে মরিয়া SC ইস্টবেঙ্গল, কবে যোগ দিতে পারেন ইংরেজ স্ট্রাইকার?
১ মিনিটে পড়ুন . Updated: 26 Nov 2020, 02:24 PM IST- ৩২ বছরের এই ইংরেজ স্ট্রাইকার রয়েছেন ফর্মের মধ্যগগনে।
শুভব্রত মুখার্জি
আর দু'দিন বাদেই আইএসএলের মঞ্চে প্রথমবার অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম প্রাচীন ডার্বি। এতদিন আইলিগ-সহ বিভিন্ন লিগের মঞ্চে এই ডার্বির উত্তেজনা সমর্থকরা অনুভব করলেও এই শুক্রবার প্রথম আইএসএল ডার্বির স্বাদ চেটেপুটে নেবেন তাঁরা।
তবে ডার্বির আগেই জল্পনা বাড়ল এসসি ইস্টবেঙ্গলের সপ্তম বিদেশি নিয়ে। যাঁর নাম নিয়ে বাজারে জোর গুঞ্জন তিনি হলেন উইগান অ্যাথলেটিকের স্ট্রাইকার জো গার্নার। তিনি উইগানের কাছে দল ছাড়ার আবেদন জমা দিয়েছেন। যা মঞ্জুর হয়েছে বলেই জানিয়েছেন দলের মুখপত্র উইগান টুডে।
প্রসঙ্গত ৩২ বছরের এই ইংরেজ স্ট্রাইকার রয়েছেন ফর্মের মধ্যগগনে। ব্ল্যাকবার্ন রোভার্স, রেঞ্জার্সের মতো দলেও খেলেছেন তিনি। ২০১৮ থেকে রয়েছেন উইগান দলে। ৭০ ম্যাচে ১৩টি গোলও রয়েছে তাঁর। সাত গোল করে তিনিই এই মরশুমে এখনও পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা। গার্নারকে ইস্টবেঙ্গলে নিলেও এখনই তাঁরা তাকে সই করতে পারবেন না। ট্রান্সফার উইন্ডো খোলার জন্য অপেক্ষা করতে হবে এসসি ইস্টবেঙ্গলের কর্মকর্তা-সহ অগণিত ভক্তদের।