বাংলা নিউজ > ময়দান > আইএসএল শুরুর আগে জেনে নিন টিমগুলির নানা খুঁটিনাটি

আইএসএল শুরুর আগে জেনে নিন টিমগুলির নানা খুঁটিনাটি

আইএসএল ট্রফি। ছবি- আইএসএল।

এই প্রথম এগারোটি দল নিয়ে হবে আইএসএল। 

আজ গোয়ার মাটিতে শুরু হবে আইএসএলের ধুন্ধুমার লড়াই। সেয়ানে সেয়ানে লড়াই হবে ১১ টি ফ্রান্ঞ্চাইজি দলের মধ্যে। প্রসঙ্গত এবার প্রথমবারের মতন কলকাতার দুই বড় প্রধান খেলবে আইএসএলে। ফলে স্বাভাবিকভাবেই এবার দল সংখ্যা বেড়ে হয়েছে ১১। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষার পরেই রয় কৃষ্ণ,মাঘোমারা ফুটবল মাঠে ঝড় তুলবেন। গোয়ার সমুদ্রসৈকতে এমনিতেই চড়েছে পারদ।

করোনা আবহে জৈব সুরক্ষা বলয়ে এবার গোয়াতেই হবে সম্পূর্ণ প্রতিযোগিতা। প্রথম দিনেই মুখোমুখি হাবাসের এটিকে–মোহনবাগানের মুখোমুখি হবে ভিকুনার কেরালা ব্লাস্টার্স। কলকাতার অপর প্রধান অর্থাৎ এসসি ইস্টবেঙ্গল ২৭ তারিখ ডার্বি দিয়ে নিজেদের আইএসএল অভিযান শুরু করবে। এই প্রথম আইএসএল সাক্ষী থাকবে পৃথিবীর অন্যতম প্রাচীনতম ডার্বির।এমন আবহে আইএসএল শুরুর আগে আসুন একনজরে দেখে ও বুঝে নেওয়ার চেষ্টা করি বিভিন্ন ফ্র্যান্ঞ্চাইজি দলগুলির শক্তি,দুর্বলতা সহ সমস্ত খুঁটিনাটি বিষয় :-

 

∆ ১) ‌এটিকে–মোহনবাগান :

এটিকে এবং মোহনবাগান ক্লাবের মার্জারের পরে এবারই প্রথম আইএসএলের মন্ঞ্চে দেখা যাবে হাবাসের টিম এটিকে-মোহনবাগান দলকে। দলের কোচ দুবারের আইএসএল ট্রফি জয়ী অ্যান্তোনিও লোপেজ হাবাস।

দলের আক্রমণভাগে রয়েছেন রয় কৃষ্ণা–ডেভিড উইলিয়ামস–এডু গার্সিয়া। রক্ষণে ভরসা জোগাতে রয়েছে তিরি–সন্দেশ ঝিঙ্ঘান। এছাড়াও ধীরজ সিং (‌গোলরক্ষক)‌, প্রীতম কোটাল, প্রবীর দাস, প্রণয় হালদারের মতো ভারতীয় ফুটবলারদের উপস্থিতি অবশ্যই তাদের দলকে চ্যাম্পিয়নশিপের যোগ্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করবে।

∆ ২) এসসি ইস্টবেঙ্গল:‌

দীর্ঘ লড়াই,দোলাচলের পরে নানা বাধা বিপত্তি দূরে সরিয়ে রেখে অবশেষে যেই মরসুমের আইএসএলে অভিষেক ঘটছে এসসি ইস্টবেঙ্গলের। দলের কোচ করা হয়েছে লিভারপুল কিংবদন্তি রবি ফাউলারকে। বিদেশিদের নজর কাড়তে পারেন অ্যান্থনি পিলকিঙটন, মাঘোমা ,স্কট নেভিল। ভারতীয় ফুটবলারদের মধ্যে জেজে,বলবন্ত, দেবজিৎ, শংকরের, মহম্মদ রফিক, লিংডো, বিকাশ জাইরুদের নিয়ে তৈরি ইস্টবেঙ্গল দল যথেষ্ট শক্তিশালী।

∆ ৩)‌ বেঙ্গালুরু এফসি:‌

ভারতীয় ফুটবলের শেষ কয়েক বছরের ইতিহাসে চোখ বুজে বলে দেওয়া যায় অন্যতম সেরা দল বেঙ্গালুরু এফসি। দলে থাকা বর্তমান ভারতীয় দলের অধিনায়ক এবং ফুটবল আইকন সুনীল ছেত্রী দলের সবথেকে বড় আকর্ষন। দলের কোচ কার্লোস কুয়াদ্রাত‌। রক্ষণে জুয়ানান–অ্যালবার্টের জুটির উপর কোচের রয়েছে অগাধ ভরসা। গোলে গুরপ্রীত, মাঝমাঠে আশিক কুরুনিয়ান, উদান্তারা যেকোন দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষমতা রাখেন।

∆ ৪) মুম্বই সিটি এফসি

মুম্বইয়ের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন সের্জিও লোবেরা। হুগো বৌমাস,লে ফন্দ্রের মতন ফুটবলারের উপস্থিতি দলকে আর ও শক্তিশালী করবে। ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন অমরিন্দর সিং (‌গোলরক্ষক), সার্থক গোলুই, রাওলিন বর্জেস, রেনিয়ার ফার্নান্ডেস।‌

∆ ৫)এফসি গোয়া:‌

এবার গোয়াতেই বসছে আইএসএলের আসর। ফলে তাদের উপর প্রত্যাশার চাপ থাকবেই। ঘরের মাঠের সুবিধা প্রথম থেকেই পাবে তারা। দলের কোচ জুয়ান ফেরান্ডো। ৩৬ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার ইগর আনগুলো দলের অন্যতম বড় সম্পদ। এডু বেদিয়া, ইশান পন্ডিতার মতো বিদেশি তারকাদের পাশাপাশি রয়েছেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ, মন্দার রাও দেশাই, লেনের মতো ফুটবলাররা।

∆ ৬) কেরালা ব্লাস্টার্স:‌

গত মরসুমের মোহনবাগানের আইলিগ জয়ী কোচ কিভু ভিকুনার তত্ত্বাবধানে খেলবে আইএসএলের কেরালা ব্লাস্টার্স। উল্লেখ্য দু’‌বার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন পারেনি কেরালা। ওগবেচে জায়গায় আসা গ্যারি হুপার যিনি ৩২২টি ম্যাচ খেলে ১৪৭টি গোল এবং ৫৫টি অ্যাসিস্টও করেছেন অবশ্যই ভরসা যোগাবেন দলকে। নিশু কুমার থেকে শুরু করে সাহাল আবদুল সামাদরা যে কোনদিন চমক দিতে প্রস্তুত।

∆ ৭) চেন্নাইয়িন এফসি :-

চেন্নাইয়ের দায়িত্বে থাকা সাবা লাসলোর ১৬ বছরের কোচিং কেরিয়ারে রয়েছে একাধিক সাফল্য। আইএসএলের ট্রফি জিতে সেই তার সেই মুকুটে আরো ও একটি পালক যোগ করতে চাইবেন তিনি। রাফায়েল ক্রিভালেরো, জ্যাকব সিলভেস্টারের মতো বিদেশির পাশাপাশি ভারতীয় ফুটবলারদের মধ্যে থাকা অনিরুদ্ধ থাপা, জেরি, ছাংতের মতো তারকারা স্বপ্ন দেখাচ্ছেন ইতিমধ্যেই।

∆ ৮) ওড়িশা এফসি:‌

এবার ওড়িশার দলের দায়িত্ব সামলাবেন স্টুয়ার্ট বক্সটার । দলে স্টিভেন টেলর, মার্সিলিনহোর পাশাপাশি রয়েছেন বিনীথ রাই, অর্শদীপ সিং, জর্জ ডি’‌সুজা, কমলপ্রীত সিংদের মতো একাধিক শক্তিশালী ফুটবলাররা।

∆ ৯)

জামশেদপুর এফসি:‌

জামশেদপুরের নতুন কোচ ওয়েন কোল যিনি প্রসঙ্গত গতবার চেন্নাইয়িন এফসির কোচ ছিলেন। স্টিফেন এজে দলের অন্যতম বড় তারকা‌। ভারতীয় তারকাদের মধ্যে অমরজিৎ সিং নজর কাড়তে পারেন।

∆ ১০)

‌ নর্থ–ইস্ট ইউনাইটেড:‌

দলের কোচ জেরার্ড নুস ক্যাসানোভা । দলে ফেডেরিকো গ্যালেগো, কেউসি আপিয়া দুজনের উপর বিপুল চাপ রয়েছে ‌ ।

∆ ১২) হায়দরাবাদ এফসি:

হায়দরাবাদের দলের দায়িত্ব নিয়েছেন ম্যানুয়েল মারকোয়েজ রোকা। তাঁদের আস্তিনের টেক্কা আরিদেন সান্তানা। তাঁর দিকেই তাকিয়ে থাকবেন সমর্থকরা। এছাড়া ভারতীয় ফুটবলারদের মধ্যে রয়েছেন আদিল খান, নিখিল পূজারিরা কাড়তে পারেন নজর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.