বাংলা নিউজ > ময়দান > ISL 2024-25: মহমেডানের কোচের দেখা নেই, আদৌ ফিরবেন চের্নিশভ?

ISL 2024-25: মহমেডানের কোচের দেখা নেই, আদৌ ফিরবেন চের্নিশভ?

আদৌ ফিরবেন চের্নিশভ?

সাদা-কালো ক্লাবের তরফে অবশ্য জানানো হয়েছে, তারা কোচের ফেরার বিষয়ে আশাবাদী। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ফুটবল দলের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা দাবি করেছেন যে, বুধবার পর্যন্ত চের্নিশভের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একেই চলতি আইএসএলে বর্তমানে পয়েন্ট তালিকায় লাস্টবয় মহমেডান স্পোর্টিং, তার উপর আবার কোচ সমস্যায় জেরবার ক্লাব। গত মরশুমে আইলিগ জিতে যে আশা তারা জাগিয়েছিল, প্রথম বার আইএসএল খেলতে নেমেই পদস্খলন মহমেডানের। এর মধ্যে গোদের উপর বিষফোঁড়া, দেখা নেই আন্দ্রে চের্নিশভের। তিনি আদৌ আর ফিরবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে! যদিও ক্লাবের বিনিয়োগকারীরা বলেছিল যে, ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি-এর সঙ্গে অ্যাওয়ে ম্যাচের পরেই যোগ দেবেন রাশিয়ান কোচ। কিন্তু এখনও পর্যন্ত চের্নিশভের ফেরার কোনও রকম খবর নেই।

সাদা-কালো ক্লাবের তরফে অবশ্য জানানো হয়েছে, তারা কোচের ফেরার বিষয়ে আশাবাদী। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ফুটবল দলের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা দাবি করেছেন যে, বুধবার পর্যন্ত চের্নিশভের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আরও একজনের দাবি, ডিসেম্বরে সহকারী কোচ হিসাবে যোগ দেওয়া মেহরাজউদ্দিন ওয়াদুই আইএসএলের যে বাকি পাঁচটি ম্যাচ রয়েছে, তাতে কোচের ভূমিকা পালন করবেন।

গত ২৯ জানুয়ারি তিন মাসের বেতন না পেয়ে পদত্যাগ করেছিলেন চের্নিশভ। এর পর সমর্থকদের উদ্দেশে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেছিলেন রুশ কোচ। সেখানে মহমেডান কর্তাদের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন তিনি। চের্নিশভ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছিলেন, ‘আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের। আমি মহমেডানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি। ক্লাব চুক্তির নিয়মভঙ্গ করায়, আমি চুক্তি ভাঙতে বাধ্য হলাম। পরিস্থিতির চাপে এই সিদ্ধান্ত নিতে হল।’ তিনি আরও লিখেছিলেন, ‘আমি চোখের জল নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে এর জন্য সমস্ত দোষ ক্লাবের ম্যানেজমেন্টের উপর বর্তায়।’

তবে বরফ গলাতে আসরে নেমেছিলেন মহমেডান স্পোর্টিং-এর বিনিয়োগকারী বাঙ্কারহিল স্পোর্টসের ডিরেক্টর দীপক সিং। তিনি বলেছিলেন, চের্নিশভ তাঁর মন পরিবর্তন করেছেন। তিনি দেশে যাচ্ছেন এবং মোহনবাগান সুপার জায়ান্ট (১ ফেব্রুয়ারি) এবং হায়দরাবাদ এফসির বিপক্ষে ম্যাচের পরেই ফিরে আসবেন। কিন্তু সেরকম কোনও সম্ভাবনাই আপাতত দেখা যাচ্ছে না।

প্রসঙ্গত, চের্নিশভের কোচিংয়েই মহমেডান স্পোর্টিং ২০২৩-২৪ আইলিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, খেলোয়াড়দের বেতনের একটি অংশ মিটিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও প্রায় দুই মাসের বেতন বকেয়া রয়েছে বলে খবর।

উল্লেখ্য, মহমেডান এবার আইএসএলে ১৯টি ম্যাচের মধ্যে মাত্র দু'টি ম্যাচে জয় পেয়েছে। ১২টি ম্যাচ তারা হেরেছে। ৫টি ড্র করেছে। ১১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর স্থানে গড়াগড়ি খাচ্ছে তারা। সাদা-কালো ব্রিগেড তাদের শেষ তিনটি ম্যাচই হেরেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফের বেনিয়ম! রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট ক্যানিং লোকালে ঘটল দুর্ঘটনা, ট্রেন ধাক্কা দিল মোটরবাইকে, ৪০ মিনিট ব্যাহত পরিষেবা চতুর্থ সন্তানের বাবা হলেন দুবাইয়ের যুবরাজ! নাম রাখলেন ‘হিন্দ’ মাদকে আসক্ত কতজন? এই প্রথমবার হবে শুমারি, বড় ঘোষণা পাঞ্জাব সরকারের চিরদিনই তুমি যে আমারে নায়ক আসলে ভিলেন!নেটপাড়ায় গল্প ফাঁস হতেই ক্ষুব্ধ দর্শকরা অনীকের ভাই টনিককে কোলে নিয়ে অঙ্কনাদিদি! খুদেকে কী শেখাল সারেগামপা-র ‘শিসপ্রিয়া’ সুপারিশ তালিকায় একাধিক প্রভাবশালীর নাম, সিবিআইয়ের ডাক পড়তে পারে যে কোনও দিন হলুদ গাছের পাতা দিয়েও হয় জিভে জল আনা পাতুরী! খয়রা মাছ এভাবে রান্না করেছেন? বর্জ্য ব্যবস্থাপনায় জোর, রাজ্যজুড়ে গড়ে তোলা হবে আরও ৬৮টি কেন্দ্র ৪ সন্তানকে গলা কেটে খুন! উত্তরপ্রদেশে আত্মহত্যা বেকার বাবার

IPL 2025 News in Bangla

সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের ‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ শাহরুখকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...? KKR-র কাছে হেরে অবাঞ্ছিত রেকর্ড রিয়ানের, RR-র কোনও দলনায়কের এই হতাশাজনক নজির নেই জ্ঞান দিতে পয়সা পান না, ইডেনের কিউরেটরকে তোপ, KKR-কে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! 'টাকা দিয়ে ভাড়া করে এনেছিল', মাঠে ঢুকে ফ্যান রিয়ান পা ধরতেই বইল কটাক্ষের বন্যা শতক মানে বাচ্চা! উইলিয়ামসনের হিন্দি শেখার বহর দেখে হেসেই খুন হরভজনরা- ভিডিয়ো সাড়ে ছয় ওভারে ১০৯ রান, আর্চারকে মেরে ছাতু করেছেন বিদেশিরা, সমীহ করেন শুধু মইন প্রথম দল হিসেবে ‘দ্বিতীয় বলে’র নিয়ম ব্যবহার RR-এর,তবে পরের ৯ডেলিভারিতেই জিতল KKR

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.