একেই চলতি আইএসএলে বর্তমানে পয়েন্ট তালিকায় লাস্টবয় মহমেডান স্পোর্টিং, তার উপর আবার কোচ সমস্যায় জেরবার ক্লাব। গত মরশুমে আইলিগ জিতে যে আশা তারা জাগিয়েছিল, প্রথম বার আইএসএল খেলতে নেমেই পদস্খলন মহমেডানের। এর মধ্যে গোদের উপর বিষফোঁড়া, দেখা নেই আন্দ্রে চের্নিশভের। তিনি আদৌ আর ফিরবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে! যদিও ক্লাবের বিনিয়োগকারীরা বলেছিল যে, ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি-এর সঙ্গে অ্যাওয়ে ম্যাচের পরেই যোগ দেবেন রাশিয়ান কোচ। কিন্তু এখনও পর্যন্ত চের্নিশভের ফেরার কোনও রকম খবর নেই।
সাদা-কালো ক্লাবের তরফে অবশ্য জানানো হয়েছে, তারা কোচের ফেরার বিষয়ে আশাবাদী। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ফুটবল দলের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা দাবি করেছেন যে, বুধবার পর্যন্ত চের্নিশভের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আরও একজনের দাবি, ডিসেম্বরে সহকারী কোচ হিসাবে যোগ দেওয়া মেহরাজউদ্দিন ওয়াদুই আইএসএলের যে বাকি পাঁচটি ম্যাচ রয়েছে, তাতে কোচের ভূমিকা পালন করবেন।
গত ২৯ জানুয়ারি তিন মাসের বেতন না পেয়ে পদত্যাগ করেছিলেন চের্নিশভ। এর পর সমর্থকদের উদ্দেশে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেছিলেন রুশ কোচ। সেখানে মহমেডান কর্তাদের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন তিনি। চের্নিশভ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছিলেন, ‘আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের। আমি মহমেডানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি। ক্লাব চুক্তির নিয়মভঙ্গ করায়, আমি চুক্তি ভাঙতে বাধ্য হলাম। পরিস্থিতির চাপে এই সিদ্ধান্ত নিতে হল।’ তিনি আরও লিখেছিলেন, ‘আমি চোখের জল নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে এর জন্য সমস্ত দোষ ক্লাবের ম্যানেজমেন্টের উপর বর্তায়।’
তবে বরফ গলাতে আসরে নেমেছিলেন মহমেডান স্পোর্টিং-এর বিনিয়োগকারী বাঙ্কারহিল স্পোর্টসের ডিরেক্টর দীপক সিং। তিনি বলেছিলেন, চের্নিশভ তাঁর মন পরিবর্তন করেছেন। তিনি দেশে যাচ্ছেন এবং মোহনবাগান সুপার জায়ান্ট (১ ফেব্রুয়ারি) এবং হায়দরাবাদ এফসির বিপক্ষে ম্যাচের পরেই ফিরে আসবেন। কিন্তু সেরকম কোনও সম্ভাবনাই আপাতত দেখা যাচ্ছে না।
প্রসঙ্গত, চের্নিশভের কোচিংয়েই মহমেডান স্পোর্টিং ২০২৩-২৪ আইলিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, খেলোয়াড়দের বেতনের একটি অংশ মিটিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও প্রায় দুই মাসের বেতন বকেয়া রয়েছে বলে খবর।
উল্লেখ্য, মহমেডান এবার আইএসএলে ১৯টি ম্যাচের মধ্যে মাত্র দু'টি ম্যাচে জয় পেয়েছে। ১২টি ম্যাচ তারা হেরেছে। ৫টি ড্র করেছে। ১১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর স্থানে গড়াগড়ি খাচ্ছে তারা। সাদা-কালো ব্রিগেড তাদের শেষ তিনটি ম্যাচই হেরেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।