সামনে এল ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫'এর প্লে-অফের সূচি। ৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগের লড়াই লিগ শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের। ৭ এপ্রিল যুবভারতীতে সেমিফাইনালের ফিরতি লেগে নামছে সবুজ-মেরুন শিবির।
উল্লেখযোগ্য বিষয় হল, ৩ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সেই একই দিনে এবং একই সময়ে মোহনবাগানের প্রথম লেগের সেমিফাইনাল ম্যাচ। সেটি মোহনবাগানের হোম ম্যাচ না হলেও বাংলার ক্রীড়াপ্রেমীরা দ্বিধাবিভক্ত হবেন ক্রিকেট নাকি ফুটবল, কোন খেলায় চোখ রাখবেন এটা ভেবে।
৭ এপ্রিল ইডেনে আইপিএলের কোনও ম্যাচ নেই। কেকেআর অ্যাওয়ে ম্যাচেও মাঠে নামবে না। তবে সেদিনও ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বড় ম্যাচ রয়েছে। যুবভারতীতে যখন সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান, ঠিক একই সময়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে সম্মুখসমরে নামবে রোহিতদের মুম্বই ইন্ডিয়ান্স ও ধোনিদের চেন্নাই সুপার কিংস। সুতরাং, ক্রীড়াপ্রেমীরা অস্বস্তিতে পড়বেন সেদিনও।
১২ এপ্রিল অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমের ফাইনাল ম্যাচ। ফাইনালের ম্যাচ কেন্দ্র এখনও নির্ধারিত হয়নি। কোন ২টি দল খেতাবি লড়াইয়ের টিকিট পায়, তার উপর নির্ভর করছে ফাইনালের স্টেডিয়াম। নিয়ম মতো ফাইনালে ওঠা ২টি দলের মধ্যে যে দল লিগ টেবিলে উপরে ছিল, তাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে আইএসএল ফাইনাল। সেই নিরিখে মোহনবাগান যদি ফাইনালে ওঠে, তবে ১২ এপ্রিল যুবভারতীতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান সুপার লিগের খেতাবি লড়াই। কেননা মোহনবাগান পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগের অভিযান শেষ করে।
১২ এপ্রিল আইপিএলের ২টি ম্যাচ রয়েছে। বিকালে ঘরের মাঠে লখনউ খেলবে গুজরাটের বিরুদ্ধে। সন্ধ্যায় নিজেদের ডেরায় হায়দরাবাদ খেলবে পঞ্জাবের বিরুদ্ধে।
আইএসএল ২০২৪-২৫'এর প্লে-অফের সূচি
নক-আউট ১: বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি (২৯ মার্চ)।
নক-আউট ২: নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি (৩০ মার্চ)।
প্রথম সেমিফাইনাল (প্রথম লেগ): নক-আউট ১-এর জয়ী দল বনাম এফসি গোয়া (২ এপ্রিল)।
দ্বিতীয় সেমিফাইনাল (প্রথম লেগ): নক-আউট ২-এর জয়ী দল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট (৩ এপ্রিল)।
প্রথম সেমিফাইনাল (ফিরতি লেগ): এফসি গোয়া বনাম নক-আউট ১-এর জয়ী দল (৬ এপ্রিল)।
দ্বিতীয় সেমিফাইনাল (ফিরতি লেগ): মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নক-আউট ২-এর জয়ী দল (৭ এপ্রিল)।
ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল (১২ এপ্রিল)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।