বাংলা নিউজ > ময়দান > বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের। ছবি- মোহনবাগান।

২০২২-২৩ মরশুম শুরুর আগেই বিশাল মোহনবাগান দলে যোগ দেন।

শুভব্রত মুখার্জি:- তিন কাঠির নিচে বিশাল কাইথের বিশ্বস্ত হাতেই ভরসা রাখল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। ক্লাবের সঙ্গে আরও চার মরশুমের জন্য চুক্তিবদ্ধ হলেন বিশাল কাইথ। অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত মোহনবাগানেই থাকছেন তিনি। ২০২৫-এ শেষ হতো বিশালের ক্লাবের সঙ্গে চুক্তি। তার আগেই বিশালকে আরো চার বছরের চুক্তি অফার করা হয় ক্লাব ম্যানেজমেন্টের তরফে।

চুক্তিতে সন্তুষ্ট বিশাল অবশেষে সেই চুক্তিপত্রে সইও করে দিয়েছেন। ২০২২-২৩ মরশুম শুরুর আগেই মোহনবাগান ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। তারপর ক্লাবের জার্সিতে জিতেছেন একাধিক ট্রফি। খেলেছেন আইএসএল, ডুরান্ড কাপ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ-সহ একাধিক ট্রফি।

রবিবার বিশাল কাইথের সঙ্গে এই চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্লাবের তরফে। ২০২২-২৩ মরশুমের আগে চেন্নাইয়ান এফসির হয়ে খেলতেন বিশাল। ২২-২৩ মরশুম শুরুর আগেই তিনি মোহনবাগান দলে যোগ দেন। তারপর থেকে তিন কাঠির নিচে মোহনবাগানের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছেন এই ২৮ বছর বয়সী গোলরক্ষক।

আরও পড়ুন:- ENG vs SL: ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, ওভাল টেস্টে জয়ের দোরগোড়ায় শ্রীলঙ্কা

কাইথ বিষয়টি নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, 'আমি চিরজীবন মোহনবাগানের হয়ে খেলতে চাই। এখানে আমি সমর্থকদের থেকে যে ভালোবাসা, বিশ্বাস উপহার পেয়েছি তা আমাকে এই ক্লাব না ছেড়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে। অন্যান্য ক্লাবের তরফেও আমাকে অফার দেওয়া হয়েছিল। কিন্তু আমি সমর্থকদের এই ভালোবাসা পাওয়ার পরে আর অন্য কোথাও যেতে রাজি নই। আর এই কারণেই আমি ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছি।'

আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা?

প্রসঙ্গত মোহনবাগানের হয়ে অভিষেক মরশুমেই বিশাল কাইথ 'গোল্ডেল গ্লাভস' পুরস্কার পেয়েছিলেন। ক্লাবে এখন পর্যন্ত দুটি মরশুম কাটিয়েছেন তিনি। আর তারমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে আইএসএলের লিগ শিল্ড, আইএসএল কাপ এবং ডুরান্ড কাপের শিরোপা।

আরও পড়ুন:- India Test Squad Announced: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, কামব্যাক পন্তের

মোহনবাগানের তরফে যে প্রেস বিবৃতিতে জারি করা হয়েছে তাতে বিশাল আরও জানিয়েছেন, 'দলের জেতা-হারা নির্ভর করে টিম গেমের উপর। ফুটবল একটা দলগত খেলা। এখানে কোনও ব্যক্তি দলের উপরে নয়। গোলকিপার দলের একটা অংশ। টাইব্রেকারের একের‌ পর এক শট বাঁচালেও অনেক কিছু শেখা বাকি। এখনও অনেক জায়গায় সমস্যা রয়েছে। সেগুলো প্রতিদিন অনুশীলন করে আরও নিখুঁত করার চেষ্টা করছি।'

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.