বাংলা নিউজ > ময়দান > ISL Final: মুম্বইয়ের বিরুদ্ধে লিগের দু’টি ম্যাচে হারই নাকি সাপে বর হতে চলেছে মোহনবাগানের

ISL Final: মুম্বইয়ের বিরুদ্ধে লিগের দু’টি ম্যাচে হারই নাকি সাপে বর হতে চলেছে মোহনবাগানের

এটিকে মোহনবাগান টিম। ছবি: পিটিআই (PTI)

লিগের দু’টি ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হারের যন্ত্রণাটাই নাকি শনিবার সাপে বর হবে এটিকে মোহনবাগানের। এমনটাই মনে করছেন মোহনবাগানের প্রাক্তন কোচেরা। সুব্রত ভট্টাচার্য থেকে সঞ্জয় সেন, সত্যজিৎ চট্টোপাধ্যায়, শঙ্করলাল চক্রবর্তী প্রত্যেকেরই দাবি, হার থেকেই শিক্ষা নিয়ে আইএসএল ফাইনালে জবাব দেবেন রয় কৃষ্ণরা।

আর কিছুক্ষণের মধ্যেই ২০২০-‘২১ আইএসএল ফাইনাল শুরু হবে। মুখোমুখি হবে এটিকে মোহনবাগান-মুম্বই সিটি। হেভিওয়েট এই দু’টি দলের লড়াই ঘিরে চলছে নানা জল্পনা। কষা হচ্ছে নানা অঙ্ক। এই ম্যাচে কে এগিয়ে, কে পিছিয়ে, তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে লিগের দু'টি ম্যাচেই মুম্বইয়ের কাছে মোহনবাগানকে হারতে হয়েছে। এমন কী ফিরতি লিগের ম্যাচে মুম্বইয়ের কাছে হারার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগটাও হাতছাড়া হয়েছে। আর এটাই নাকি আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান ফুটবলারদের কাছে ওযুধের মতে কাজ করবে।

যাঁর হাত ধরে মোহনবাগান প্রথম আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল। আই লিগের পাশাপাশি যিনি মোহনবাগানকে ফেডারেশন কাপও চ্যাম্পিয়ন করেছেন। যিনি এখন এটিকে মোহনবাগানের সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িত, আন্তোনিও লোপেজ হাবাসের সহকারী সঞ্জয় সেন বলছিলেন, “মুম্বইয়ের কাছে হার নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল মোহনবাগানের কাছে। তবে ওটা অতীত। ফাইনালে নতুন লড়াই। আমাদের ছেলেরাও জেতার জন্য মরিয়া। আগের হার থেকে শিক্ষা নিয়েই ফাইনালে মাঠে নামবে দল।" আগের ম্যাচ দু’টিতে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সঞ্জয় বলেন, “একসঙ্গে ছ’-সাত জন ফুটবলার যদি অফ ফর্মে থাকে, তবে বড় সমস্যা তৈরি হয়। তবে মানুষ বারবার এক ভুল করে না। আমাদের ছেলেরাও সে ভাবে নিজেদের মানসিক ভাবে তৈরি করেছে। কোচও নানা ভাবে তাতাচ্ছেন। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কোনও ভাবনাই নেই আমাদের।"

সঞ্জয় যদি ক্লাবকে আই লিগ এনে দেন, তবে সুব্রত ভট্টাচার্য মোহনবাগানকে জাতীয় লিগে চ্যাম্পিয়ন করেছিলেন। সবুজ-মেরুন কোচ হিসেবে সুব্রতর যেমন বহু সাফল্য রয়েছে, তেমনই এই ক্লাবের ফুটবলার হিসেবেও তাঁর সাফল্যের ঝুলি পরিপূর্ণ। আইএসএল ফাইনালে সুব্রতর বাজি মোহনবাগানই। তিনি বলছিলেন, “মোহনবাগান একটি পরিপূর্ণ টিম। স্বদেশি-বিদেশি মিলিয়ে বেশ শক্তিশালী দল। ডিফেন্সটাও ওদের বেশ ভাল। আগের দু’টো ম্যাচ হেরেছে মানে, এ বারও হারবে, তার কোনও কথা নেই। এক-আধ দিন খারাপ ফল হতেই পারে। ভাগ্যও সব সময় সঙ্গ দেয় না। কিন্তু ফাইনাল একেবারে আলাদা ম্যাচ। আমি তো বলব, লিগের ম্যাচ দু’টো হারা আসলে মোহনবাগানের জন্য সাপে বরই হয়েছে।"

শঙ্করলাল চক্রবর্তীরও একই বক্তব্য। সঞ্জয় সেন পরবর্তী অধ্যায়ে শঙ্করের হাত ধরেই কিন্তু মোহনবাগান নতুন করে সাফল্যের মুখ দেখেছিল। তাঁর মতে, “একটা টিমের কাছে মোহনবাগান কত বার হারবে? ফাইনালেও যদি হারে, তবে সেটা মোহনবাগানের কাছে চূড়ান্ত লজ্জার বিষয় হবে! তাই যে কোনও উপায়ে ফাইনাল জিততে মরিয়া থাকবে কলকাতার দলটি। ঠিক এই কারণেই আমি মোহনবাগানকে এগিয়ে রাখব। এই নিয়ে কোনও সন্দেহ নেই, মোহনবাগান টিমটা বেশ শক্তিশালী। বহুদিন ধরে এই টিমের প্লেয়াররা একসঙ্গে খেলছে। এটিকে-র পুরো টিমটাকেই তো ধরে রাখা হয়েছে। তার মধ্যে এই টিমে স্থানীয় ফুটবলাররা প্রত্যেকেই জাতীয় দলের প্রথম সারির প্লেয়ার। অন্যান্য দলগুলির তুলনায় এটিকে মোহনবাগানের স্থানীয় ফুটবলারদের মান অনেক বেশি ভাল। প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, প্রণয় হালদার, প্রবীর দাস, মনভীর সিং, অরিন্দম ভট্টাচার্য— কাকে ছেড়ে কার কথা বলব। তার মধ্যে ফরোয়ার্ডে রয় কৃষ্ণ, উইলিয়ামসের মতো ফুটবলার রয়েছে। যে কোনও পরিস্থিতিতে রয় কৃষ্ণ গোল করে বেরিয়ে যেতে পারেন। তবে মুম্বইও খুব ভাল টিম। লিগ চ্যাম্পিয়ন হয়েছে ওরা। ফাইনালের লড়াইটা নিঃসন্দেহে জমজমাট হবে। তবে আমি এগিয়ে রাখব মোহনবাগানকেই।"

সত্যজিৎ চট্টোপাধ্যায় মোহনবাগানের প্রাক্তন ফুটবলার, কোচ এবং ফুটবল সচিব। সুব্রতর মতোই বাগানের ঘরের ছেলে বলা হয় তাঁকে। তিনিও বলছিলেন, “মুম্বইয়ের কাছে লিগে হারটা এক দিক থেকে দেখতে গেলে ভাল হয়েছে। মুম্বইয়ের কাছে হেরেই তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান। নিজেদের সেরা প্রমাণ করতে হলে ফাইনালে মুম্বইকে হারাতেই হবে, তা না হলে, এত দিনের পুরো লড়াইটাই যে ব্যর্থ হয়ে যাবে। নিশ্চয়ই মোহনবাগান ফুটবলাররা সেটা চাইবে না। মুম্বইয়ের থেকে কিন্তু মোহনবাগান টিমটা অনেক ভাল। মুম্বইকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে কিছু ভুল যদি মোহনবাগান না করে বসে, তা হলে সাফল্য আসবেই। হাবাস যেমন রক্ষণ সামলে অ্যাটাকে যায়, মুম্বইকে দেখছি ডিফেন্ডাররাও অ্যাটাকে উঠে আসে। ওদের স্টপার মোর্তাদা ফল তো উঠে এসে গোল করতে সিদ্ধহস্ত। তবু আমি ফাইনালে হাবাসের দলকেই এগিয়ে রাখছি।"

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাড়িতে সারাক্ষণ রাগারাগি? বেডরুম নিয়ে এই ভুল করছেন না তো! বাস্তুটিপস রইল ‘‌অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি’‌, বীরভূম থেকে বিস্ফোরক দাবি করলেন মমতা কিষাণগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য 'কংগ্রেসের শাসনে হনুমান চালিসা শোনাও অপরাধ', বিরোধীদের তোপ মোদীর বীরভূমে প্রচারে গিয়ে কেষ্টকে স্মরণ, কবে ছাড়া পাবেন তিহাড় থেকে জানালেন মমতা ২০২২ T20 বিশ্বকাপ খেলা এই ৬ ভারতীয় তারকার ২০২৪ বিশ্বকাপ থেকে বাদ পড়া নিশ্চিত ৮ ঘণ্টা শান্তিতে উৎসব হয় না, বহরমপুরের ভোট পিছিয়ে দিতে বলব,রামনবমী মামলায় বলল HC বিরক্ত হয়েই রাজনীতি ছেড়েছেন মিমি! বললেন, 'পিস অব মাইন্ড ফিরে পেয়েছি...' 'গোয়ার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধান', দ্বৈত নাগরিকত্বের দাবি কংগ্রেস প্রার্থীর জীবনে একজন সঠিক মানুষকে বিয়ে করে সুস্থ বাচ্চার জন্ম দিতে চাই: জন্মদিনে স্বস্তিকা

Latest IPL News

ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র ফর্মে থাকা সুনীল নারিন কি T20 WC-এ নিজের দেশের হয়ে খেলবেন? কী বললেন KKR তারকা? IPL 2024-র থেকে T20 WC-র পিচ স্লো হবে- ক্যারিবিয়ান পিচ নিয়ে কী বললেন ওয়ার্নার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.