শুভব্রত মুখার্জি
নানা সমস্যায় জর্জরিত ছিল ইস্টবেঙ্গল ক্লাব। বাঙলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এফএসডিএলের চেয়ারপার্সন নিতা আম্বানির ঐকান্তিক প্রচেষ্টায় করোনা কালেও ইনভেস্টর আসে ক্লাবে। শেষ মুহূর্তে এবছরের আইএসএলেও অন্তর্ভুক্ত হয় তারা। তারপর ধীরে ধীরে জট কাটতে শুরু করে। ঘোষণা হয় লোগো ও নতুন নামও। তারপর অন্যান্যদের থেকে পিছিয়ে দল গঠন শুরু করেও ইস্টবেঙ্গলের কর্তারা কিন্তু যথেষ্ট প্রশংসনীয় দল গড়েছেন।
গোয়ায় কোয়ারেন্টাইন পর্ব শেষ করে কয়েকটি দল ইতিমধ্যে অনুশীলনেও নেমে পড়লেও এসসি ইস্টবেঙ্গল এই ব্যাপারে একটু পিছিয়ে আছে। ইতিমধ্যেই ছ’জন বিদেশির কথা ঘোষণা করা হয়ে গিয়েছে দলের তরফে। বাকি রয়েছে এক বিদেশির ঘোষনা। এমন আবহে ভারতীয় ফুটবলারদেরও নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল।
সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। মোট ২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। এবার দল থেকে বাদ দেওয়া ফুটবলারদেরও একটা তালিকা প্রকাশ্যে এসেছে। মোট ১৫ জন ফুটবলারের নাম ওই তালিকায় নেই। তাঁদের নতুন দল খুঁজতে বলা হয়েছে। নতুন দল না পেলে ওই ফুটবলাররা ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে জায়গা পাবেন।
একনজরে ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলারদের স্কোয়াড:-
গোলরক্ষক: দেবজিৎ, শঙ্কর রায়, রফিক আলি সর্দার ও মির্শাদ।
ডিফেন্ডার: অভিষেক আম্বেকর, সামাদ আলি মল্লিক, গুরতেজ, নারায়ণ দাস, চুলোভা, মহম্মদ ইরশাদ, রেহন সিং ও রানা ঘরামি।
মিডফিল্ডার: শেহনাজ সিং, বিকাশ জাইরু, লিংডো, ইয়ুমনাম গোপী, আঙসুয়ানা, সুরচন্দ্র সিং, মহঃ রফিক ও লোকেন মিতেই।
ফরোয়ার্ড: জেজে ও বলবন্ত সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।