বাংলা নিউজ > ময়দান > Lowest Total in T20 Cricket: ১০ রানে অল-আউট, T20-তে সর্বনিম্ন রানের লজ্জার মুখে এই দেশ! ২ বলে জয় প্রতিপক্ষের

Lowest Total in T20 Cricket: ১০ রানে অল-আউট, T20-তে সর্বনিম্ন রানের লজ্জার মুখে এই দেশ! ২ বলে জয় প্রতিপক্ষের

টি-টোয়েন্টির ইতিহাসে লজ্জার নজির গড়ল Isle of Man। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)

Lowest Total in T20 Cricket: পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সবথেকে কম রানে অল-আউট হয়ে গেল Isle of Man। সেইসঙ্গে পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে সবথেকে বেশি বল বাকি থাকতে জয়ের নজির গড়েছে স্পেন। শুধু তাই নয়, একই ম্যাচে সর্বাধিক রানরেট এবং সর্বনিম্ন রানরেটের নজিরও তৈরি হয়েছে।

টি-টোয়েন্টির ইতিহাসে লজ্জার নজির গড়ল Isle of Man। স্পেনের বিরুদ্ধে সেই লজ্জার মুখে পড়তে হয়েছে। পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সবথেকে কম রানে অল-আউট হয়ে গেল Isle of Man। সেইসঙ্গে পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সবথেকে বেশি বল পড়ে থাকতে জয়ের নজির গড়েছে স্পেন। শুধু তাই নয়, একই ম্যাচে সর্বাধিক রানরেট এবং সর্বনিম্ন রানরেটের নজিরও তৈরি হয়েছে।

স্পেন সফরে রবিবার টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল Isle of Man। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্পেন। ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় Isle of Man। সেটাই শুরু হয়। তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষপর্যন্ত ৮.৪ ওভারে ১০ রানে অল-আউট হয়ে যায় Isle of Man। সর্বোচ্চ সাত বলে চার মান করেন জোসেফ বুরোস। সর্বাধিক ১২ বল খেলেন Isle of Man-র নয় নম্বর ব্যাটার ফ্রেজার ক্লার্ক। সাতজন ব্যাটার কোনও রান করতে পারেননি। চার ব্যাটার কোনওক্রমে খাতা খোলেন। তাঁদের মধ্যে তিনজন দু'রান করেন। কোনও অতিরিক্ত রানও হয়নি।

স্পেনের হয়ে দুই বোলার (মহম্মদ কামরান এবং আতিফ মেহমুদ) চারটি করে উইকেট নেন। চার ওভারে চার রান দিয়ে চার উইকেট নেন কামরান। একটি মেডেন দেন। আতিফ চার ওভারে ছয় রান দিয়ে চার উইকেট নেন। দুটি মেডেন ওভার করেন। লর্ন বার্নস তো মাত্র চারটি বল করেন। কোনও রান না দিয়েই দুই উইকেট তুলে নেন।

সেই রান তাড়া করতে নেমে মাত্র দুই বলেই জিতে যায় স্পেন। অর্থাৎ ১১৮ বল বাকি থাকতেই টি-টোয়েন্টি ম্যাচ জিতে গিয়েছেন রাফায়েল নাদাল, ইকের কাসিয়াস, আন্দ্রে ইনিয়েস্তার দেশের ক্রিকেটাররা। একটি নো-বল করেন Isle of Man-র বোলার জোসেফ। ১২ রানে অপরাজিত থাকেন স্পেনের আওয়েস আহমেদ। ব্যাটিংয়ের সুযোগই পাননি মহম্মদ ইহশান। তারইমধ্যে ওই ম্যাচে একাধিক রেকর্ড তৈরি হয়েছে।

আরও পড়ুন: CCTV stolen from Pakistan stadiums: নজরদারির জন্য লাগানো CCTV ক্যামেরাই চুরি হল পাকিস্তানের স্টেডিয়াম থেকে- রিপোর্ট

পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বাধিক রানরেট

Isle of Man-র বিরুদ্ধে স্পেনের রানরেট ছিল ৩৯। যা সম্পূর্ণ হওয়া কোনও ইনিংসে সর্বোচ্চ রানরেট।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক বল বাকি থাকতে জয়

Isle of Man-র বিরুদ্ধে ১১৮ বল বাকি থাকতেই জিতে গিয়েছে স্পেন। যা সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক বল বাকি থাকতে জয়।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানরেট

৮.৪ ওভারে মাত্র ১০ রান করে Isle of Man। জোসেফদের রানরেট ছিল ১.১৫। পরিসংখ্যান অনুযায়ী, এই প্রথম কোনও টি-টোয়েন্টি ইনিংসে দুইয়ের নীচে রানরেট থাকল।

আরও পড়ুন: DY Patil T20 Cup: রান পেলেও দেখা মিলল না ফিনিশার কার্তিকের, রুদ্ধশ্বাস ফাইনালে ১ রানে হার যশ ধুলদের

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রান

স্পেনের বিরুদ্ধে ১০ রানে অল-আউট হয়ে গিয়েছে Isle of Man। সেটাই পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান। এতদিন সেই লজ্জা সিডনি থান্ডারের ঝুলিতে ছিল। গত বছর বিগ ব্যাশ লিগে (বিবিএল) ওই লজ্জার মুখে পড়তে হয়েছিল সিডনিকে। ১৫ রানে অল-আউট হয়ে গিয়েছিল। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.