শুভব্রত মুখার্জি: ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে এত কম রানে অলআউট হওয়ার পরপরেই ম্যাচে কার্যত পিছিয়ে পড়েছিল কিউয়িরা। সেকথা অকপটে স্বীকার করে নিয়েছেন কিউয়ি ক্রিকেটার রাচিন রবীন্দ্র। প্রসঙ্গত কানপুরের প্রথম টেস্টের শেষদিনে শেষ বেলা পর্যন্ত লড়াই করে ম্যাচ বাঁচাতে সক্ষম হয়েছিলেন রচিন। ফলে কিউয়িদের নায়ক হয়ে উঠেছিলেন তিনি। প্রশ্ন উঠছে তাহলে কি তিনি মুম্বইতেও সেই রকম কিছু করতে পারবেন?
ওয়াংখেড়েতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে রাচিন রবীন্দ্র এবং হেনরি নিকোলস উইকেটে অপরাজিত অবস্থায় রয়েছেন। তবে এ
২২ বছর বয়সী এই অলরাউন্ডার জানালেন ‘৬০ রানে অলআউট হয়ে যাওয়ার পরে ম্যাচে ফেরাটা কঠিন। অনেককিছু আমাদের জন্য একেবারেই ঠিক যায়নি। আমরা প্রত্যেকেই আরও ভালো করার চেষ্টা করি। এই বাজে সময়টা আমরা সবাই পিছনে ফেলার চেষ্টা করছি। আমরা জানি এখনও দ্বিতীয় ইনিংস শেষ হয়নি। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এই ম্যাচের ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের ম্যাচে নামতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।