বাংলা নিউজ > ময়দান > কোহলির সঙ্গে বাবরের তুলনা করাটাই ভুল- কেন এমন বললেন মিসবাহ-উল-হক?

কোহলির সঙ্গে বাবরের তুলনা করাটাই ভুল- কেন এমন বললেন মিসবাহ-উল-হক?

বিরাট কোহলি ও বাবর আজম (ছবি-এপি)

এই তুলনা প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হকও নিজের মতামত দিয়েছেন। পাকিস্তানের তারকা বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা করেন পাক প্রাক্তনী। তাঁর মতে এই দুই তারকার তুলনা করার কোনও মানেই হয় না। মিসবাহ উল হক মনে করেন বাবর আজমকে এখনও বিরাট কোহলি হতে গেলে অনেক ম্যাচ খেলতে হবে।

ক্রিকেটে সেরা কে বাবর আজম নাকি বিরাট কোহলি? দীর্ঘদিন ধরেই ক্রিকেট বিশ্বে এই বিতর্ক বর্তমান রয়েছে। ভারত ও পাকিস্তানের ক্রিকেট মহল এবং ক্রিকেট বিশেষজ্ঞরা বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে বারবার তুলনা করছেন। কেউ কেউ বিশ্বাস করেন যে বিরাট কোহলি এই মুহূর্তে বাবর আজমের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। এই তুলনা প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হকও নিজের মতামত দিয়েছেন। পাকিস্তানের তারকা বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা করেন পাক প্রাক্তনী। তাঁর মতে এই দুই তারকার তুলনা করার কোনও মানেই হয় না। মিসবাহ উল হক মনে করেন বাবর আজমকে এখনও বিরাট কোহলি হতে গেলে অনেক ম্যাচ খেলতে হবে।

আরও পড়ুন… IND vs NZ 2nd T20I Live: ভারতের সমানে ১০০ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

পাকিস্তানের প্রাক্তন তারকা মিসবা উল হক বলেন যে, কোহলির তুলনায় খুব কম ক্রিকেট খেলেছেন বাবর। এই মুহূর্তে দুজনের মধ্যে কোনও তুলনা করা সম্ভব নয়। ৪৬টি ওডিআই সেঞ্চুরির সঙ্গে কোহলি এই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভাঙতে চলেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে ৭৩টি আন্তর্জাতিক সেঞ্চুরি করে ফেলেছেন। যেখানে, বাবর আজম বর্তমানে এক নম্বর ওয়ানডেতে ব্যাটসম্যান। অনেকেই প্রশ্ন করেছেন এই দুজনের মধ্যে কে সেরা ব্যাটসম্যান।

আরও পড়ুন… Ind vs NZ: রাঁচির অবাক করা পিচ দেখে লখনউ-র বাইশ গজ নিয়ে সতর্ক স্যান্টনার-হার্দিক

Paktv.tv-এর সঙ্গে কথা বলার সময় মিসবাহ উল হক বলেন, ‘কোহলি অনেক ক্রিকেট খেলেছেন, বাবর সবে শুরু করেছে। বাবর যখন বিরাটের মতো ক্রিকেট খেলবে তখন আপনারা তার সঙ্গে তুলনা করতে পারেন। কোহলি অনেক বেশি ক্রিকেট খেলেছেন এবং এই মুহূর্তে তাঁর সঙ্গে বাবরের কোন তুলনা করতে পারবে না। হ্যাঁ, বাবর একজন ক্লাস খেলোয়াড় এবং তিনি ভবিষ্যতে কোহলির মতো একই জিনিস অর্জন করতে পারেন, কিন্তু এই মুহূর্তে, দুজনের মধ্যে তুলনা করার কোনও মানেই হয় না, কারণ এটি বাবরের জন্য কেবল শুরু।’

বর্তমানে বাবর আজমের নেতৃত্ব নিয়ে পাকিস্তানে সমালোচনার ঝড় উঠেছে। তার মাঝেই আইসিসি-র বর্ষসেরা হয়ে সমালোচকদের জবাব দিয়েছেন বাবর আজম। এমন অবস্থায় পাকিস্তানের মধ্যে বাবর আজমকে নিয়ে এমন সমালোচনা দলে কতটা প্রভাব পড়ে সেই প্রশ্নেরও উত্তর দেন মিসবা। তাঁর মতে এমন চললে শেষ পর্যন্ত ক্ষতি হবে পাকিস্তান দলেরই। আরও কথা বলতে গিয়ে, প্রাক্তন পাকিস্তান অধিনায়ক বলেন, ‘বাবর পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। তিনি শুধু ওয়ানডে ব্যাটসম্যানই নন, সব ফর্ম্যাটে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যেও রয়েছেন। টেস্ট ক্রিকেটে আমাদের খারাপ ফলাফল কিন্তু এর জন্য একা বাবর দায়ী নন। তাঁকে টার্গেট করা হয়েছে এবং তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যা পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো নয়।’

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন