বাংলা নিউজ > ময়দান > আমি আর শাকিব আউট হওয়ার পরেই রান তাড়া করাটা কঠিন হয়ে গিয়েছিল: লিটন দাস

আমি আর শাকিব আউট হওয়ার পরেই রান তাড়া করাটা কঠিন হয়ে গিয়েছিল: লিটন দাস

শাকিব আল হাসান ও লিটন দাস (ছবি-এএফপি)

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন তিনি এবং শাকিব আউট হয়ে যাওয়ার পরেই রান তাড়া করাটা যে কঠিন হয়ে দাঁড়ায় তা তিনি বুঝতে পারেন। পাশাপাশি মাথা ঠান্ডা রেখে দলকে জয় এনে দেওয়ার জন্য তিনি মিরাজ এবং মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

শুভব্রত মুখার্জি: মিরপুরে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে রুদ্ধশ্বাস এক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এক উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছে তাঁরা। লো স্কোরিং ম্যাচে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে আনতে হয়েছে তাঁদের। একটা সময় পর্যন্ত মনে হয়েছিল খুব সহজে ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। এরপর পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে তাঁরা চাপে পড়ে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজ কোন অঘটন ঘটার হাত থেকে বাঁচিয়ে নেন। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন তিনি এবং শাকিব আউট হয়ে যাওয়ার পরেই রান তাড়া করাটা যে কঠিন হয়ে দাঁড়ায় তা তিনি বুঝতে পারেন। পাশাপাশি মাথা ঠান্ডা রেখে দলকে জয় এনে দেওয়ার জন্য তিনি মিরাজ এবং মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন… T20 লিগ আগাছার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে-কেন এমন বললেন অজি তারকা ইয়ান চ্যাপেল

লিটন দাস জানিয়েছেন, ‘খুব খুশি। যখন আমি ড্রেসিংরুমে ছিলাম আমি খুব নার্ভাস ছিলাম। তবে যেভাবে ফিজ(মুস্তাফিজুর) এবং মিরাজ ব্যাট করেছে তাতে আমি খুব খুশি হয়েছি। এদিন শুরুতে বোলাররা খুব ভালো বোলিং করেছে। আমি এবং শাকিব যখন ব্যাট করছিলাম আমরা মনে করেছিলাম খুব সহজেই আমরা রানটা তাড়া করে নিতে পারব। তবে আমরা আউট হয়ে যাওয়ার পরেই পরিস্থিতি কঠিন হয়ে যায়। বাকিদের উপর আমার বিশ্বাস ছিল। আমার কাছে এই অনুভূতিটা (জয়ের পর) ব্যাখ্যা করার কোন ভাষা নেই। মিরাজকে ধন্যবাদ।’

আরও পড়ুন… ঘরোয়া ক্রিকেটারদের বকেয়া টাকা মেটায়নি পিসিবি! চাপে পাকিস্তানের ক্রিকেটাররা

এদিন ভারত প্রথমে ব্যাট করেছিল। তবে তাঁরা নিজেদের নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে পারেনি। মাত্র ৪১.২ ওভারেই অল আউট হয়ে গিয়েছিল তাঁরা। এদিন ১৮৬ রান করতে সমর্থ হয় ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা এদিন ২৭ রান করেন। শ্রেয়স আইয়ার করেন ২৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন কেএল রাহুল। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ১৯ রান করে দলকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেন। বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান পাঁচটি এবং এবাদত হোসেন চারটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে চাপে পড়ে যায় বাংলাদেশও। বোর্ডে কোন রান ওঠার আগেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। অপর ওপেনার তথা অধিনায়ক লিটন দাস করেন ৪১ রান। তাঁকে যোগ্য সঙ্গত দেন শাকিব আল হাসান। তিনি করেন ২৯ রান। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। একেবারে শেষ উইকেটে মুস্তাফিজুর রহমান ব্যাট হাতে যোগ্য সঙ্গত দেন মেহেদি হাসান মিরাজকে। মিরাজ ৩৮ রানে এবং মুস্তাফিজুর ১০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে স্মরণীয় জয় এনে দেন।

বন্ধ করুন