শুভব্রত মুখার্জি: ২০২১ সালের নভেম্বর মাসে, চিনের কমিউনিস্ট পার্টির এক নেতার বিরুদ্ধে তাঁকে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন টেনিস তারকা পেঙ্গ সুআই। সোশ্যাল মিডিয়াতে এই অভিযোগ করেন তিনি। এরপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। পেঙ্গ সুআইয়ের সমর্থনে আসরে নামেন সেরেনা উইলিয়ামস থেকে নোভাক জকোভিচের মতন তারকারা। ফলে চাপে পড়ে চিন থেকে সমস্ত প্রতিযোগিতা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন)। তবে এবার চিনে ফের শুরু হতে চলেছে আইটিএফ আয়োজিত টেনিস প্রতিযোগিতা। তবে আশ্চর্যজনকভাবে নিখোঁজ পেঙ্গ সুআইকে নিয়ে যেন মুখে কুলুপ এঁটেছে আইটিএস।
পেঙ্গের এখনও কোনও খোঁজ নেই। তার মাঝেই চিনে টেনিস প্রতিযোগিতা আয়োজন করার আইটিএফের এই সিদ্ধান্তে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে গভর্নিং বডিকে। চিনের ডাবলস স্পেশালিস্ট পেঙ্গের এখনও কোনও খবর নিশ্চিত করে পাওয়া যায়নি। এর মাঝেই এই বছরে চিনে টেনিস প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইটিএফ। আইটিএফ আয়োজিত শেষ টুর্নামেন্ট চিনে আয়োজন করা হয়েছিল ২০১৯ সালে। এরপরেই কোভিড কারণে এবং পেঙ্গের নিখোঁজ হয়ে যাওয়ার কারণে তাঁরা চিনে আর প্রতিযোগিতার আয়োজন করেনি। এবার জুনের ৫-১১ চিনে ফের আয়োজন হতে চলেছে আইটিএফ আয়োজিত প্রতিযোগিতার।
চিনের লুঝাউতে বসবে এই টুর্নামেন্টের আসর। তবে ডব্লুটিএফ যারা মহিলা টেনিসের নিয়ন্ত্রক সংস্থা তাদের তরফে এখনও চিনে কোনও প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০২১ সালেই ডব্লুটিএর প্রধান এবং সিইও স্টিভ সাইমন ঘোষণা করেন চিনে তাঁরা কোনও প্রতিযোগিতা আয়োজন করবে না। এমনকি সেই বছর শেষের ডব্লুটিএ ফাইনালসও আয়োজন করা হয়নি। ফলে কয়েক লক্ষ ডলার ক্ষতি হয়েছিল ডব্লুটিএর। বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের সময়ে পেঙ্গের একটি নিয়ন্ত্রিত সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছিল। ওই ইভেন্টেই আইওসি চেয়ারম্যান টমাস বাখের সঙ্গেও ডিনারে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। এক বিবৃতিতে আইটিএফের তরফে তাদের পুরুষ এবং মহিলা টুর্নামেন্ট চিনে আমোজনের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের প্রেসিডেন্ট ডেভিড হ্যাগারি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।