৬ জুন ভারতীয় দলের চেনা নীল জার্সিতে শেষবার মাঠে নামবেন সুনীল ছেত্রী। যে কলকাতা থেকে তাঁর নায়ক হয়ে ওঠা, সেই তিলোত্তমায় শেষবার খেলতে নামবেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তাঁর ফিটনেস এখনও যে জায়গায় রয়েছে, তাতে বেঙ্গালুরু এফসি দলের কোচ তাঁকে প্রতি ম্যাচেই ফার্স্ট ইলেভেনে রাখেন। এই মূহূর্তে আইএসএলে খেলা ভারতীয় স্ট্রাইকারদের সঙ্গে পাল্লা দিয়েই লড়াই করে যাচ্ছেন সুনীল। পেনাল্টি মারায় তো সুনীলের জুড়ি মেলা ভার। কিন্তু এহেন সুনীলই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হারের পর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর। তিনিও বুঝতে পারছেন, যুবদের এবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচে খেলার অভিজ্ঞতা করে দেওয়ার সুযোগ দিতে হবে, নাহলে আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব বা এশিয়ান কাপের জন্য তাঁরা তৈরি হতে পারবে না। সুনীলের অসরের সিদ্ধান্ত অবশ্য ভারতীয় দলের জন্য বড় ক্ষতি, মন করছেন প্রাক্তন তারকা ভাইচুং ভুটিয়া।
আরও পড়ুন-'সুনীলকে ছাড়া ভারতীয় ফুটবল ভাবতেই পারছি না,দেশের জন্য ওকে ফিরতে হবে',বললেন জেজে
ভাইচুং এবং সুনীল, জাতীয় দলের দুই তারকাই খেলেছেন বিদেশের ক্লাবে। ভারতীয় দলের জার্সিতে সুনীলের যখন আগমন তখন ভাইচুং চূড়ান্ত ফর্মে। এরপর সুনীল যখন দলের দায়িত্ব কাঁধে তুলে নিতে থাকলেন তখন আসতে আসতে কেরিয়ারের পড়ন্ত লগ্নে ভাইচুং। দীর্ঘদিন সুনীলের সঙ্গে জাতীয় দলে খেলেছেন। ভাইচুং যখন বাগানে, তখন সুনীল লালহলুদে। ফলে পাশে এবং বিপরীতে তাঁকে দেখেছেন কাছ থেকে। পাহাড়ি বিছে সুনীলের বিদায়বেলায় বলছেন, ভারতীয় ফুটবলের জন্য এটি দুঃসংবাদ।
এক সংবাদ সংস্থাকে ভাইচুং ভুটিয়া বলেছেন, ‘ ভারতীয় ফুটবলের ইতিহাসে সুনীল ছেত্রী তারকা হিসেবেই থাকবে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুনীল। ভারতীয় ফুটবলের জন্য সুনীল যা করেছে, তা অনস্বীকার্য। সুনীলের অবসরের সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের জন্য বড় ক্ষতি। সুনীলের থেকে আমি বড় হলেও ওর সঙ্গে খেলতে পারার অভিজ্ঞতা দারুণ, নিজেকে ভাগ্যবান মনে করি। আমার আগে আইএম বিজয়ন ছিল সিনিয়র, এরপর সুনীল আসে। ফলে দুজনের সঙ্গেই খেলার অভিজ্ঞতা উপভোগ করেছি’।
আরও পড়ুন-‘আমার ভাইয়ের জন্য গর্বিত’,বিদায়লগ্নে সুনীলকে বার্তা বিরাট কোহলির
তাঁর বিদায়বেলায় বাবা কেবি ছেত্রী বলছেন, ‘ ওর বয়স এখন প্রায় ৪০, তাই যেই সিদ্ধান্তই ও নিয়েছে নিশ্চিতভাবে ভেবে চিন্তেই নিয়েছে। অনেক দিন তো হল। অবশ্যই মন খারাপ, কিন্তু আমি ওর জন্য গর্বিত। পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ম্যাচে গোলটা ওর খুব প্রিয় ছিল, তবে ৯৪টা গোলই ওর মতো একজন ফুটবলারের কাছে সমান গুরুত্ব রাখে’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।