অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক ভাবে মারা গিয়েছেন। ৫২ বছরের ওয়ার্ন থাইল্যান্ডে তাঁর বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর সেখানেই প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর পর নানা জল্পনা শুরু হয়েছে। এত অল্প বয়সে এ ভাবে হার্ট-অ্যাটাকে মৃত্যু, বিষয়টা নিয়ে রীতিমতো জলঘোলা চলছে। তখনই ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রাক্তন ডাক্তার শেন ওয়ার্নের স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়ার্নের হার্টের সমস্যা ‘রাতারাতি ঘটেনি।’
ফক্স স্পোর্টসে একটি সাক্ষাৎকারে ডাক্তার পিটার ব্রুকনার বলেছেন, ‘ওয়ার্নি যদি হৃদরোগে আক্রান্ত হন, তা হলে সেই সমস্যা থাইল্যান্ডে রাতারাতি ঘটেনি। এটি ২০, ৩০ বছর ধরে ধূমপান, খারাপ ডায়েট, ইত্যাদির কারণে ঘটেছে।’ তবে তিনি এর সঙ্গেই যোগ করেছেন, ‘আমাদের মধ্যে কেউই এই ঘটনা বিশ্বাস করতে পারছে না, আমরা কি সত্যিই পারছি? তিনি জীবনের চেয়ে বড় একটি চরিত্র ছিলেন।’
এর আগে, ওয়ার্নের ঘনিষ্ঠ বন্ধু এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন সতীর্থ ইয়ান হিলিও স্বীকার করেছিলেন যে ওয়ার্ন তার স্বাস্থ্যের বিষয়ে খুব একটা যত্নশীল ছিলেন না। কিছুটা অসাবধান ছিলেন। একটি সাক্ষাৎকারে তিনে আবার বলেছিলেন, ‘এত তাড়াতাড়ি ওয়ার্নের প্রয়াণে আমি সত্যিই অবাক হইনি। ও ওর শরীরে কখনও সে ভাবে যত্নই নেয়নি। এটা এক মিনিটের কোনও ঘটনা নয়। এটি খুব ধীর গতির প্রক্রিয়া।’
গত কয়েক দিন ধরে নাকি ওজন কমানোর চেষ্টায় ছিলেন ওয়ার্ন। জীবনযাপনে পরিবর্তন আনার কথাও ভেবেছিলেন তিনি। তবে সেই সুযোগও আর তার হল না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।