বাংলা নিউজ > ময়দান > ‘ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন’: ইডেনে ম্যাচ শুরুর আগে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

‘ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন’: ইডেনে ম্যাচ শুরুর আগে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ইডেন পরিদর্শন করে দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি:এএনআই) (Bibhash Lodh)

ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন। তবে ইডেনে যেরকম খেলা হবে, সেরকম ফল হবে।’

ইডেনে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা। ইডেনে ভারতের সিনিয়র দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ রাহুল দ্রাবিড়ের। ভারতীয় দল প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে। তবু এই ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভারতের মাটিতে ভারতকে হারানো কঠিন। তবে ইডেনে যেরকম খেলা হবে, সেরকম ফল হবে।’

রবিবারের ২২ গজে হিটম্যান, সূর্যকুমারদের ব্যাটে বিস্ফোরণের আশাতেই স্টেডিয়াম ভরাবেন ক্রিকেটভক্তরা। তবে ইডেনের ডিউ ফ্যাক্টর বড় ভূমিকা পালন করতে পারে। তবে সকলেই তাকিয়ে রহুল দ্রাবিড়ের কোচিং-এর দিকে। এ বিষয়ে সৌরভ বললেন, ‘ওর কোচিং কেরিয়ার সবে শুরু। আশা করি ও সফল হবে। ও সফল হলেই ভারতীয় ক্রিকেট সফল আর আমরা যারা ওকে নিয়োগ করেছি তারাও সফল।’ সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার ফলেই ছিটকে যায় ভারতীয় দল। তবে টি-২০ সিরিজে সেই নিউজিল্যান্ডকেই অনায়াসে হারিয়ে দিল ভারত। সৌরভ অবশ্য এ প্রসঙ্গে বললেন, ‘দুটো আলাদা পরিস্থিতি। তুলনা চলে না।’

এই ম্যাচেও টস গুরুত্বপূর্ণ। এই ম্যাচে শিশির অনেকটা প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করেন। সেই কারণেই শিশির-নিরোধক স্প্রে-ও ব্যবহার করা হবে। ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে সম্পূর্ণ ক্রিকেট মহল। সিরিজ জেতা হয়ে গেলেও হোয়াইটওয়াশই লক্ষ্য রোহিতদের। তবে এই ম্যাচে রোহিতরা তাদের উইনিং কম্বিনেশন ভাঙে কিনা সেটাই দেখার। এতদিন ইডেনের মেন গেট দিয়েই স্টেডিয়ামে ঢুকতেন ক্রিকেটারেরা। তার বদলে এবার ১৭ নম্বর গেটের পাশের গেট দিয়ে মাঠে প্রবেশ করবেন দু’দলের ক্রিকেটাররা। সেখানেই বিধি মেনে তৈরি হয়েছে নতুন প্রবেশদ্বার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন