বাংলা নিউজ > ময়দান > IPL 22: প্রথম জয়টা দরকার, তাহলেই ছন্দ ফিরবে মুম্বইয়ের: জাহির খান

IPL 22: প্রথম জয়টা দরকার, তাহলেই ছন্দ ফিরবে মুম্বইয়ের: জাহির খান

সচিন তেন্ডুলকর ও জাহির খান (PTI)

জাহির খান জানালেন একটি মাত্র জয় পেলেই চলতি আইপিএলে ছন্দে ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স দল।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল মরশুমটা একেবারেই ভাল যাচ্ছে না টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফলতম দুই ফ্রাঞ্চাইজি দল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দলের। এই মরশুমে আপাতত চারটি ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখতে হয়েছে এই দুই ফ্রাঞ্চাইজিকে। এই দুই ফ্রাঞ্চাইজির সবথেকে বড় সমস্যা তাদের তাদের বোলিং। কোথাও বোলিংয়ের গভীরতা, ভারসাম্যের অভাব দেখা যাচ্ছে। এমন আবহে দাঁড়িয়ে মুম্বইয়ের ডাইরেক্টর অফ ক্রিকেট জাহির খান জানালেন একটি মাত্র জয় পেলেই চলতি আইপিএলে ছন্দে ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স দল।

তবে জাহির খান এটা ও মনে করেন পরপর ম্যাচে হার দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে। তিনি জানান 'এখনও টুর্নামেন্টে ১১টি ম্যাচ খেলা বাকি রয়েছে। আমাদের ছন্দে ফিরতেই হবে। এই টুর্নামেন্টে আপনি এটা বহুবার দেখেছেন অনেক টিম ধারাবাহিকভাবে হারা শুরু করে অনেকে আবার জয়ের ছন্দ পেয়ে পরপর ম্যাচ জেতে। আমাদেরও ছন্দে ফিরতে একটা ম্যাচে জয় দরকার।'

রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শনিবার ৭ উইকেটে ম্যাচ হারের পরে তিনি আরও যোগ করেছেন 'কখনও কখনও পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। তখন নিজের ক্ষমতার উপরেই সন্দেহ জন্মাতে পারে। চাপ যখন খুব বাড়ে তখন এমনটা অনেক সময় হয়। এই বিষয়টিতে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দলে সেই একটা স্ফুলিঙ্গের জন্য অপেক্ষা করতে হবে যা দলের সবাইকে অনুপ্রাণিত করবে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন