বাংলা নিউজ > ময়দান > ‘এটা আমাদের কাছে জয়ের মতোই,’ হেরেও খুশি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

‘এটা আমাদের কাছে জয়ের মতোই,’ হেরেও খুশি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

শুভমন গিলকে রান আউট করার পরে নিকোলাস পুরান (ছবি-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টুইটার) (Windies Cricket Twitter)

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজের প্রথম ম্যাচে দারুণ খেলেও পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে হেরেছে মাত্র তিন রানের ব্যবধানে। এদিন টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৮ রান তুলেছিল ভারত।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজের প্রথম ম্যাচে দারুণ খেলেও পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে হেরেছে মাত্র তিন রানের ব্যবধানে। এদিন টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৮ রান তুলেছিল ভারত। 

আরও পড়ুন… ‘আশাও করিনি ওরা এভাবে ঘুরে দাঁড়াবে,’ ম্যাচ জিতেও হতাশ শিখর ধাওয়ান

তবে একটা সময়ে অনেকেই মনে করেছিলেন ভারত ৩৫০ রানও করতে পারে। কারণ টিম ইন্ডিয়ার টপ অর্ডার এদিন দারুণ পারফর্ম করেছিল। ধাওয়ান মাত্র তিন রানের জন্য শতরান হাতছাড় করেন। দলের ক্যাপ্টেন ৯৭ রান করার পাশাপাশি, শুভমন গিল ৬৪ ও শ্রেয়স আইয়ার ৫৪ রান করেন। ভারতের ৩০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করে। একটা সময়ে শিখর ধাওয়ানদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছিল। 

আরও পড়ুন… ‘আশাও করিনি ওরা এভাবে ঘুরে দাঁড়াবে,’ ম্যাচ জিতেও হতাশ শিখর ধাওয়ান

এদিনের ম্যাচ হারলেও দলের পারফরমেন্সে দারুণ খুশি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ম্যাচের পরে তিনি বলেন, ‘এটা আমাদের কাছে একটা জয়ের মতোই। এটা অনেকটা তিক্ত মিষ্টি। কিন্তু হ্যাঁ আমরা ৫০ ওভার ব্যাট করার কথা বলেছিলাম। এবং সবাই দেখেছে আমরা কী করতে পারি এবং আশা করি আমরা এখান থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারব। সিরিজের বাকি অংশের দিকে তাকিয়ে রয়েছি।’ 

আরও পড়ুন… ‘আশাও করিনি ওরা এভাবে ঘুরে দাঁড়াবে,’ ম্যাচ জিতেও হতাশ শিখর ধাওয়ান

এদিনের ম্যাচ জিতে দলের ক্রিকেটারদের প্রশংসা করেছেন নিকোলাস পুরান। এই ম্যাচ থেকে ইতিবাচক দিক গুলিকে গ্রহণ করতে চান তিনি। পুরান আরও বলেন, ‘এটি একটি ভালো ব্যাটিং ট্র্যাক ছিল এবং আমাদের বোলাররা তাদের একটা নির্দিষ্ট রানে আটকে প্রশংসনীয় কাজ করেছে। এই হারাটা কঠিন কিন্তু আমরা এটাকে গ্রহণ করব। আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আমি সবাইকে বলেছি যে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু ইতিবাচক দিকে ফোকাস করা গুরুত্বপূর্ণ।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন