বাংলা নিউজ > ময়দান > ‘স্রেফ লোক দেখানো ছিল’, ধোনির বিরুদ্ধে গম্ভীরের ‘মাস্টারস্ট্রোকে' তোপ জাদেজার

‘স্রেফ লোক দেখানো ছিল’, ধোনির বিরুদ্ধে গম্ভীরের ‘মাস্টারস্ট্রোকে' তোপ জাদেজার

গম্ভীরের সেই ‘মাস্টারস্ট্রোক’ এবং মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার জুটি। (ছবি সৌজন্যে ফেসবুক এবং আইপিএল)

KKR-কে একহাত নিলেন ধোনির ‘স্যার জাদেজা’।

‘মাস্টারস্ট্রোক নয়। স্রেফ লোক দেখানো কাজ ছিল।’ অ্যাসেজের প্রসঙ্গে টেনে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে গৌতম গম্ভীরের টেস্ট ম্যাচ সুলভ ফিল্ডিং সাজানো নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) পালটা দিলেন রবীন্দ্র জাদেজা।

রবিবার বিকেলের দিকে কেকেআরের টুইটে চটে যান জাদেজা। যিনি রাইজিং পুণে সুপারজায়েন্টের হয়ে ধোনির সঙ্গে না খেললেও বরাবর মাহির অন্যতম কাছের খেলোয়াড় হিসেবে পরিচিত। এবারও চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলবেন তাঁরা। কেকেআরের টুইটের জবাবে ধোনির ‘স্যার জাদেজা’ বলেন, ‘মাস্টারস্ট্রোক নয়। স্রেফ লোক দেখানো কাজ ছিল।’

কেকেআরের টুইটে কী বলা হয়েছিল?

সিডনিতে অ্যাসেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারানোর মতো জায়গায় চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। ১০ ওভারে দুটি উইকেটের দরকার ছিল। কিন্তু অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান জ্যাক লিচ এবং স্টুয়ার্ট ব্রড। তারইমধ্যে আলো কমে আসায় পেসাররা বল করতে পারছিলেন না। লিঁয় এবং স্টিভ স্মিথ বল করতে থাকেন। সেই সময় ইংল্যান্ড ব্যাটারদের পুরো ঘিরে রেখেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সেই ভাইরাল ছবির রেশ ধরে কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবির কোলাজ পোস্ট করা হয়। একটিতে সিডনি টেস্টের পঞ্চম দিনের ফিল্ডিংয়ের ছবি ছিল। অপরটি ছিল ২০১৬ সালের আইপিএলের একটি ম্যাচের ছবি। যে ম্যাচে ধোনির চারপাশে চার ফিল্ডারকে রেখেছিলেন গম্ভীর। সঙ্গে কেকেআরের তরফে লেখা হয়, ‘যখন টেস্ট ক্রিকেটের একটি অবিস্মরণীয় চাল আসলে আপনাকে টি-টোয়েন্টির একটি মাস্টারস্ট্রোকের কথা মনে করিয়ে দেওয়া হয়।’ 

কী ছিল সেই ‘মাস্টারস্ট্রোক’?

২০১৬ সালে ইডেনে রাইজিং পুণে সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচে গম্ভীরের সেই 'মাস্টারস্ট্রোকের' সাক্ষী ছিলেন ক্রিকেট ভক্তরা। ১০.৩ ওভারে ৭৪ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল ধোনির দল। তারপর ক্রিজে এসেছিলেন ধোনি। পীযূষ চাওলার ওভারে ধোনির চারপাশে চারজন ফিল্ডার রেখেছিলেন কেকেআরের তত্‍কালীন অধিনায়ক গম্ভীর। সঙ্গে উইকেটকিপার এবং বোলার তো ছিলেনই। গম্ভীরের সেই কৌশল নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। অনেকে প্রশ্ন করছিলেন, ধোনির সঙ্গে যে ‘শীতল’ সম্পর্ক আছে গম্ভীরের, সেজন্যই কি এরকম ফিল্ডিং সাজিয়েছিলেন প্রাক্তন নাইট অধিনায়ক? যদিও সেই বিতর্কে ধোনি বা গম্ভীর আমল দেননি। যদিও রবিবার সেই ফিল্ডিংয়ের ছবি পোস্ট করায় অনেকেই কেকেআরকে তোপ দেগেছেন। তাঁরা দাবি করেন, ধোনি অসম্মান করছে কেকেআর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.