বাংলা নিউজ > ময়দান > দেরি হয়ে গেছে- মহিলা আইপিএল-এ না খেলার কথা নিশ্চিত করলেন ঝুলন গোস্বামী

দেরি হয়ে গেছে- মহিলা আইপিএল-এ না খেলার কথা নিশ্চিত করলেন ঝুলন গোস্বামী

ঝুলন গোস্বামী (ছবি-পিটিআই)

স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল মহিলা আইপিএলে কি খেলবেন 'চাকদহ এক্সপ্রেস'? স্বয়ং ঝুলন গোস্বামী সেই প্রশ্নের উত্তর দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘তিনি মহিলা আইপিএল খেলবেন না।’

শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। দীর্ঘদিন ভারত এবং বাংলার হয়ে সফলভাবে খেলেছেন। গত বছরেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। আর এই বছরেই ভারতে শুরু হতে চলেছে মহিলা আইপিএল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল মহিলা আইপিএলে কি খেলবেন 'চাকদহ এক্সপ্রেস'? স্বয়ং ঝুলন গোস্বামী সেই প্রশ্নের উত্তর দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘তিনি মহিলা আইপিএল খেলবেন না।’

আরও পড়ুন… মহিলা আইপিএলের প্রক্রিয়া আমার আমল থেকেই শুরু হয়েছিল- WPL নিয়ে মুখ খুললেন সৌরভ

তিনি জানিয়েছেন অনেকটা দেরি হয়ে গিয়েছে। ফলে আসন্ন মহিলা আইপিএলে খেলা হবে না তাঁর। মহিলা আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার ভায়াকম১৮'র সঙ্গে এক আলোচনায় ঝুলন গোস্বামীকে প্রশ্ন করা হয়েছিল তিনি মহিলা আইপিএলে খেলবেন কিনা? যার উত্তরে ঝুলন জানান, ‘আমি মনে করি এখন অনেকটা দেরি হয়ে গেছে। আমি মনে করি যদি এটা (মহিলা আইপিএল) বছর দুয়েক আগে ও হত তাহলেও আমি খেলতাম। তবে এখন সময় নেই। অনেকটা দেরি হয়ে গিয়েছে।’

আরও পড়ুন… রোহিত আপিল প্রত্যাহার না করলে খুশি হতাম- শানাকার রান আউট প্রসঙ্গে ইয়ান চ্যাপেল

উল্লেখ্য মহিলা আইপিএলের সূচনার কথা জানতে পেরে ঝুলন গোস্বামী টুইট করেছিলেন, ‘ভারতে মহিলা ক্রিকেটের জন্য এটা একটা ঐতিহাসিক দিন। মহিলা আইপিএল এখন বাস্তবে ঘটতে চলেছে। বিসিসিআই, জয় শাহ এবং প্রত্যেকে যারা এই আইপিএলের বাস্তবায়নের পিছনে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ। আলাদা করে কুর্ণিশ জানাব। ভারতে মহিলা ক্রিকেটের বিস্তৃতিতে এবং উন্নতিতে মহিলা আইপিএল সহায়ক হবে।’ উল্লেখ্য ভারতীয় সিনিয়র দলের হয়ে ১২ টি টেস্ট, ২০৪ টি ওয়ানডে এবং ৬৮ টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন