বাংলা নিউজ > ময়দান > ICC POTM Nomination: দুই টেস্টে অজিদের দুমড়ে দিয়ে মাসের সেরা প্লেয়ার হওয়ার দৌড়ে জাদেজা!

ICC POTM Nomination: দুই টেস্টে অজিদের দুমড়ে দিয়ে মাসের সেরা প্লেয়ার হওয়ার দৌড়ে জাদেজা!

হ্যারি ব্রুক ও রবীন্দ্র জাদেজা। ছবি- এপি

ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন হ্যারি ব্রুক। এবার ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন ব্রুক ও রবীন্দ্র জাদেজা।

আইসিসির পুরুষদের ক্রিকেটে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ইংল্যান্ডের এই উদীয়মান ক্রিকেটার নিজের টেস্ট ক্রিকেট কেরিয়ারকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। সম্প্রতি ফেব্রুয়ারি মাসে দুটি অর্ধশতরান এবং একটি শতরান করেন তিনি। ফলে এবারও মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন এই ব্যাটার। 

টেস্ট ক্রিকেটে গত বছর ইংল্যান্ডের পাকিস্তান সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই ক্রিকেটার। সেই জন্যই ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে। তারপর মাউন্ট মাউঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসেই অর্ধশতরান করেন ব্রুক। প্রথম ইনিংসে পাঁচ নম্বরে নেমে ব্রুক ৮১ বলে ৮৯ রান করেন। ইনিংসটি সাজান ৭টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি।

ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে তিনি আরও ভালো পারফম্যান্স করেন। সেই ম্যাচে একটা সময় ইংল্যান্ড ২১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তখনই হাল ধরেন ২৪ বছরের ব্রুক। ইংল্যান্ডের এই ব্যাটার ১৭৬ বলে কেরিয়ারের সেরা ১৮৬ রান করেন। তিনি সেই ম্যাচে ২৪টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি মারেন।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার কে হবেন? সেই মনোনয়ন তালিকা প্রকাশ করল আইসিসি। তালিকায় ব্রুকের পাশাপাশি জায়গা পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। প্রথম দুটি টেস্টে সেরা নির্বাচিত হন।

জাদেজার পাশাপাশি মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোতি। তিনি সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি টেস্টে মোট ১৯টি উইকেট নিয়েছেন। দুর্দান্ত বোলিং করেছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার।

অন্যদিকে মহিলাদের ক্রিকেটে মাসের সেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার লরা উলভার্ট। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৩০ রান করেন তিনি। বিশ্বকাপে তাঁর গড় ৪৬। বিশ্বকাপে তিনি তিনটি অর্ধশতরান করেছেন। ফলে মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

পাশাপাশি ইংল্যান্ডের নাট সিভার ব্রান্ট এই তালিকায় জায়গা করে নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১৬ রান করেছেন। অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনারও এই তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছেন। ব্যাট হাতে শুধু ১১০ রান করেননি তিনি। সেই সঙ্গে বল হাতে ১০টি উইকেটও তুলে নিয়েছেন এই অজি ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা হয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.