বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: বাজপাখির মতো ঝাঁপিয়ে ক্যাচ লুফে নিলেন জাদেজা, দেখুন সেই ভিডিয়ো

IND vs AUS: বাজপাখির মতো ঝাঁপিয়ে ক্যাচ লুফে নিলেন জাদেজা, দেখুন সেই ভিডিয়ো

ক্যাচ নেওয়ার সেই মুহূর্ত। ছবি- টুইটার

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরলেন রবীন্দ্র জাদেজা। যা দেখে অনেকেই চমকে গিয়েছেন। সেই ক্যাচ ধরে মার্নাস ল্যাবুশানকে ফিরিয়ে দেন তিনি।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হয় ভারত এবং অস্ট্রেলিয়া। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নামে টিম ইন্ডিয়া। ম্যাচের টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে থাকা হার্দিক পান্ডিয়া। বল হাতে শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারত। ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। খুব সহজেই ম্যাচ জিতে নেয় ভারত।

তবে এই ম্যাচে শুধু বোলাররা নন, দুর্দান্ত ফিল্ডিং করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। তবে সবচেয়ে নজর কেড়েছেন ভারতের অলরাউন্ডার তারকা রবীন্দ্র জাদেজা। জাদেজা মাঠে থাকলেই বেশ কিছু রান হামেশাই আটকে দেওয়া সম্ভব। তা ফের প্রমাণ করলেন স্যার জাড্ডু।

অস্ট্রেলিয়ার প্রথম চারটি উইকেটের মধ্যে দুটিতে সরাসরি নিজের প্রভাব ফেলেছেন জাদেজা। দুর্দান্ত একটি ক্যাচ ধরে মার্নাস ল্যাবুশানকে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে দেন তিনি। আর সেই ক্যাচ ভাইরাল হয়ে গিয়েছে। জাদেজা থার্ড লেগে ফিল্ডিং করছিলেন। সেই সময় ঝাঁপিয়ে পড়ে বাজ পাখির মতো ক্যাচ লুফে নেন তিনি। যা প্রাক্তন ক্রিকেটারদেরও নজরে এসেছে। আবার অনেকে যুবরাজ সিংয়ের সঙ্গেও তুলনা করতে শুরু করেছেন।

দীর্ঘদিন চোটের জন্য জাতীয় দল থেকে বাইরে ছিলেন জাড্ডু। অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরে এসে আরও একবার প্রমাণ করেছেন, কেন তাঁকে স্যার জাড্ডু বলা হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফের অসাধারণ ফিল্ডিং করলেন। শুধু ফিল্ডিং নয় বল হাতেও উইকেট নিয়েছেন তিনি। ৮১ রানে ব্যাট করা মিচেল মার্শকে প্যাভিলিয়নের ফিরিয়ে দেন তিনি। ইনিংসের ২০ তম ওভারে মার্শকে আউট করেন জাদেজা। শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা মহম্মদ সিরাজ মিচেলের ক্যাচ ধরেন। শেষের দিকে ৮ রানে ব্যাট করা গ্লেন ম্যাক্সওয়েলকে ভয়ংকর হয়ে উঠতে দেননি জাদেজা। হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজার বলে ম্যাক্সওয়েলের ক্যাচ ধরেন।

অন্যদিকে ব্যাট করতে নেমে অর্ধশতরান করলেন লোকেশ রাহুল। অজিদের বিরুদ্ধে খারাপ ফর্মের জন্য তৃতীয় এবং চতুর্থ টেস্টে বাদ পড়তে হয়েছিল তাকে। ওডিআইতে সুযোগ পেয়েই অর্ধশতরান করে আপাতত পরের ম্যাচে নিজের স্থান পাকা করলেন তিনি।

বন্ধ করুন