বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: 'জাদেজাকে মেসেজ করলাম, তখনই উত্তর পেলাম', কী কথা হয় সৌরাষ্ট্র কোচের সঙ্গে?

Ranji Trophy: 'জাদেজাকে মেসেজ করলাম, তখনই উত্তর পেলাম', কী কথা হয় সৌরাষ্ট্র কোচের সঙ্গে?

সৌরাষ্ট্রের অনুশীলনে জাদেজা। ছবি- পিটিআই

তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে দেখা যাবে ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন তিনি। তবে সৌরাষ্ট্র দলের সঙ্গে যোগ দেওয়ার আগে কোচ ওদেদ্রা মেসেজ করেন জাদেজাকে। সঙ্গে সঙ্গেই উত্তর দেন জাড্ডু।

ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বিগত প্রায় ৪ মাস ধরে জাতীয় দলের বাইরে। গত বছর সেপ্টেম্বরে চোট পান জাড্ডু। হাঁটুর চোটের জন্য তিনি ছিটকে যান এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এতদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে ১৭ জনের দলে জায়গা করে নিয়েছেন জাদেজা। তবে শর্ত রাখা হয়েছে, পুরোপুরি ফিট না হলে দলে নেওয়া হবে না তাঁকে। জাদেজা নিজেকে ফিট প্রমাণ করার জন্য এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি খেলতে নামছেন। প্রতিপক্ষ তামিলনাড়ু।

সৌরাষ্ট্রের কোচ নীরজ ওদেদ্রা বলেন, ‘জাদেজা শেষবার সৌরাষ্ট্রের হয়ে খেলেছিল অনেকদিন আগে। ওকে আমি একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানিয়েছিলাম দলের অন্যান্য ক্রিকেটাররা তোমার সঙ্গে খেলতে মরিয়া হয়ে উঠেছে। প্রত্যুত্তরে জাদেজা উত্তর দেয়, সেও দলে যোগ দিতে মুখিয়ে রয়েছে। দলে জাদেজার খেলা এবং থাকা ছেলেদের অনেক মনোবল বাড়িয়ে তুলবে। জাদেজার ক্ষেত্রে সব কিছুই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রোটোকল মেনে চলা হবে।’

অন্যদিকে জাদেজার তাঁর আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের জন্য করা একটি পোস্ট সোশ্য়াল মিডিয়ায় অনেক সাড়া ফেলেছে। ‘ভানাক্কাম চেন্নাই' এই দুই শব্দের পোস্ট করেন জাদেজা। আইপিএলের আগে যা ভক্তদের উত্তেজিত করে তুলেছে। তবে যেকোনও ক্রিকেটে তাঁর ফিরে আসার প্রথম ধাপটি হতে চলেছে ঘরোয়া ক্রিকেট। রঞ্জি ট্রফিতেই তাঁর শারীরিক ক্ষমতা ও পারফরম্যান্সের বিচার করা হবে। ২৪ জানুয়ারি থেকে সৌরাষ্ট্র ও তামিলনাড়ুর বিরুদ্ধে হতে চলা রঞ্জি ট্রফি ম্যাচের দিকে নজর থাকবে জাতীয় নির্বাচকদের।

ভারতীয় দলের অন্যতম সেরা নির্ভরশীল অলরাউন্ড রবীন্দ্র জাদেজা। বোলিং ও ব্যাটিং-সহ তাঁর ফিল্ডিং অতিরিক্ত সুবিধা পাইয়ে দেয় ভারতীয় দলকে। জাদেজার উপস্থিতি রঞ্জি বা ভারতীয় দলকে অতিরিক্ত সুবিধা দেবে। তবে জাড্ডুকে মাঠে দেখতে তাকিয়ে গোটা ভারত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন