শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার হয়ে দু'বারের বিশ্বকাপজয়ী সদস্য ড্যারেন লেম্যান। স্টিভ ওয়া, রিকি পন্টিংদের সেই সাফল্যে মোড়া অজি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও যথেষ্ট ভাল পারফরম্যান্স ছিল তাঁর। মিডল অর্ডারে খেলা ছেড়েছেন বেশ কয়েক বছর হল। এ বার ২২ গজে ব্রিসবেন হিটের হয়ে অভিষেক হল তাঁর পুত্র জেক লেম্যানের। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে হিটের হয়ে নিজের অভিষেক ম্যাচেই অর্ধশতরানের এক দুরন্ত ইনিংস উপহার দিলেন জেক। ব্রিসবেন হিটের হয়ে নিজের অভিষেক ম্যাচেই ৬৫ রানের এক ঝকঝকে ইনিংস গড়েন লেম্যান পুত্র।
এ দিন গেলংয়ে বিগ ব্যাশ লিগের এক ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রিসবেন হিট এবং মেলবোর্ন রেনেগেডস। এ দিন প্রথমে ব্যাট করতে নামে ব্রিসবেন । তাদের হয়ে ইনিংস ওপেন করেন জেক লেম্যান এবং জ্যাক ক্লেটন। ক্লেটন মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এ দিন জেক লেম্যান ছাড়া ব্রিসবেনের হয়ে সে ভাবে কোন ব্যাটার রান পাননি। ৫২ বলে ৬৫ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারেননি কোন ব্যাটার। ফলস্বরুপ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান করতে সমর্থ হয়। জবাবে শন মার্শের ৫৭ এবং ফিঞ্চের ৩৭ রানে মাত্র ১৫ ওভারেই প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় মেলবোর্ন।
উল্লেখ্য জেক লেম্যানের বিগ ব্যাশে অভিষেক হয়েছিল ২০১৬-১৭ মরশুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। প্রসঙ্গত তার বাবা ড্যারেন লেম্যানের ২০০৮ সালে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস দলের হয়ে অভিষেক হয়েছিল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে বা বলা ভাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে খেলা তাঁরাই প্রথম পিতা-পুত্র জুটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।