
করোনা মুক্ত হলেন জামাল ভুঁইয়া, আই লিগে খেলতে পারেন মহামেডানের হয়ে
১ মিনিটে পড়ুন . Updated: 22 Dec 2020, 04:22 PM IST- সুস্থ হয়ে উঠলেন জামাল।
কিছুদিন আগেই কাতারে ২০২২ সালের বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেখানেই অসুস্থ বোধ করেন বাংলাদেশের জনপ্রিয় ফুটবলার জামাল ভুঁইয়া। তার তৎক্ষণাৎ করোনা পরীক্ষা করানো হয়। কোভিড পজিটিভ হন জামাল। ফলে কাতারেই কোয়ারেন্টাইনে থাকতে হয় তাকে। আই লিগে কলকাতা মহামেডানের হয়ে তার খেলার কথা ছিল। কোভিড পজিটিভ হওয়ার কারণে সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়।
অবশেষে এল সুখবর। কাতারে বিশ্বকাপ প্রাক -বাছাইপর্বের ম্যাচ শেষ হওয়ার পরে করোনা আক্রান্ত বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার করোনা মুক্ত হলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জামালের করোনা নেগেটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে। কয়েকদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
জামাল এখন কাতারে আছেন।এতদিন কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে ছিলেন তিনি। তার এই করোনা মুক্তির ফলে এবার আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা আই লিগে তার খেলার সম্ভাবনা আর ও উজ্জ্বল হল।