আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজদের সোশ্যাল মিডিয়াতে সেই জার্সি প্রকাশ করল বিসিবি। এই জার্সির পরতে পরতে রয়েছে বেশ কিছু চমক। এই জার্সিতে বাংলাদেশের তিনটি ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের জার্সিটি জামদানি দিয়ে তৈরি করা হয়েছে। এই জার্সিতে সুন্দরবনের ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগারকে তুলে ধরা হয়েছে। জার্সি প্রকাশ পেতেই তা ভক্তদের মন কেড়ে নিয়েছে।
তবে দিন দুয়েক আগেই চূড়ান্ত হয়েছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। তখনও অবশ্য পুরোপুরি নকশার কাজটা শেষ হয়ে ওঠেনি। বাংলাদেশ দলের জার্সিতে বাঘের প্রতিচ্ছবির সঙ্গে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এমনটা আগেই জানিয়েছিল জার্সি নির্মাতা প্রতিষ্ঠান। শাকিবদের এবারের বিশ্বকাপ জার্সিতে বাঘের প্রতিচ্ছবির সঙ্গে দেশের ঐতিহ্য হিসেবে তুলে ধরা হয়েছে সুন্দরবনের সবুজকে।
আরও পড়ুন… IND vs SA: শর্মা বনাম শর্মা! মাঠে আম্পায়ারের সঙ্গে কী নিয়ে মেজাজ হারেলন ভারত অধিনায়ক
জার্সিতে সবুজ রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর সবুজের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে। জার্সির সামনে সাদা রঙে বাংলাদেশের নাম দেওয়া হয়েছে। জার্সির পিছনের দিকে খেলোয়াড়দের নাম ও নম্বর লেখা হয়েছে। জার্সিতে লাল রঙেরও ব্যবহার আছে। তবে সেটা কেবল দুই হাতার নীচের অংশে। ভারত-পাকিস্তানের সমর্থকরা সহজেই অনলাইন থেকে দলের জার্সি কিনতে পারলেও, সে সুযোগ পাচ্ছে না বাংলাদেশি সমর্থকরা। এখনই বাংলাদেশের এই জার্সি পাওয়া যাবে না কোনও আউটলেটে। অবশ্য বিসিবি চাইলে জার্সি সরবরাহ করবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
আরও পড়ুন… Women Asia Cup 2022: বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, ডাকওয়ার্থ-লুইস নিয়মে মালেশিয়াকে হারাল ভারত
এ বিষয়ে জার্সি নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার মেহতাবউদ্দিন বলেছিলেন,‘স্বত্ব যখন আমরা ক্রয় করি,তখন আমরা স্বত্ব ফি দিয়েছি। জার্সি তৈরির পর,এ মূল্যটা আমরা জার্সির সঙ্গে যোগ করে নিয়েছি। ফলে স্বাভাবিকভাবে জার্সির দামটা একটু বেড়ে যাবে। আমাদের দেশে কপিরাইট ইস্যুটা যেহেতু অতটা জোরদার নয়,তাই জার্সি বিক্রির বিষয়ে আগ্রহটা একটু কম। তবে চাহিদা আছে। বিদেশে থাকা সমর্থকদের কাছে জার্সির এ চাহিদা আরও বেশি। আমার মনে হয় একটা পথ খুঁজে বের করা উচিত।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। তবে বিশ্বকাপে খেলার আগে নিউজ়িল্যান্ড ত্রিদেশীয় সিরিজ়ে অংশ নেবে টাইগাররা। সেখানে আয়োজক দেশের পাশাপাশি তাদের প্রতিপক্ষ পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যাঁরা সুযোগ পেয়েছেন,তাঁরাই ত্রিদেশীয় সিরিজ়ে খেলবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।