বাংলা নিউজ > ময়দান > সিডনিতে ১টি মাত্র উইকেট নিয়েই অবিশ্বাস্য এক নজির গড়লেন অ্যান্ডারসন, ভেঙে দিলেন মুরলিধরনের বিশ্বরেকর্ড

সিডনিতে ১টি মাত্র উইকেট নিয়েই অবিশ্বাস্য এক নজির গড়লেন অ্যান্ডারসন, ভেঙে দিলেন মুরলিধরনের বিশ্বরেকর্ড

দুরন্ত নজির অ্যান্ডারসনের। ছবি- আইসিসি।

টেস্টের ইতিহাসে আর কোনও ক্রিকেটার এমন কৃতিত্ব দেখাতে পারেননি।

সিডনি টেস্টের প্রথম দিনে মাত্র ১টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তাতেই তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন এক নজির গড়েন, যা আর কোনও ক্রিকেটারের নেই। এই নিরিখে তিনি মুথাইয়া মুরলিধরনের বিশ্বরেকর্ড ভেঙে দেন বলা মোটেও ভুল হবে না।

আসলে নতুন বছরে এটিই ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। সেই টেস্টে উইকেট নেওয়া মাত্রই জেমস অ্যান্ডারসন টানা ২০ বছরে অন্তত ১টি টেস্ট উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। ২০০৩ সালে টেস্ট অভিষেকের পর থেকে ২০২২ পর্যন্ত প্রতিবছর দেশের হয়ে লাল বলের ক্রিকেটে উইকেট নিয়েছেন জিমি।

আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার মুরলিধরনের। তিনি ১৯৯২ থেকে ২০১০ পর্যন্ত টানা ১৯ বছরে অন্তত ১টি করে টেস্ট উইকেট নিয়েছেন।

অ্যান্ডারসনের আন্তর্জাতিক কেরিয়ারের কথা বিচার করলে এই নিয়ে টানা ২১ বছর তিনি ইংল্যান্ডের হয়ে অন্তত ১টি করে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। কেননা ২০০২ সালে ওয়ান ডে অভিষেকেই উইকেট তুলেছিলেন জিমি।

সিডনি টেস্টের প্রথম দিনে অ্যান্ডারসন অজি ওপেনার মার্কাস হ্যারিসের উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ১২৬ রান তোলে।

বন্ধ করুন