ইউএস ওপেনে ইতিহাস গড়েছেন জ্যানিক সিনার, জিতেছেন নিজের কেরিয়ারে প্রথম যুক্তরাষ্ট্র ওপেনের খেতাব। বছর শুরু করেছিলেন গ্র্যান্ডস্লাম জয় দিয়ে আর বছর শেষও করছেন গ্র্যান্ডস্লাম জিতে। একটা ক্যালেন্ডার ইয়ারে মাত্র ২৩ বছর বয়সে এর থেকে ভালো আর কি বা হতে পারে। যদিও ইউএস ওপেন জিতেও মন খারাপ ইতালির এই তারকার। আসলে তাঁর কাকিমা অত্যন্ত অসুস্থ, সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়ার পড়েও জ্যানিক সিনারের চোখে জল। আনন্দের জল হওয়ার কথা ছিল, কারণ ডোপিংকাণ্ডে নাম জড়ানোর কয়েক সপ্তাহের মধ্যেই নিজের দমেই ইউএস ওপেন জিতে দেখিয়েছেন তিনি। কিন্তু সেটা আর হল কই? ফাইনালে টেলর ফ্রিটজকে স্ট্রেট সেটে উড়িয়ে শিরোপা জিতেও মন খারাপই সঙ্গী এই টেনিস তারকার।
আরও পড়ুন-নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন…
ইউএস ওপেনের খেতাব জ্যানিক সিনার উৎসর্গ করছেন নিজের কাকিমাকে, যার কাছেই ছোট থেকে বেড়ে ওঠা তাঁর। যিনি সকলে দুঃখে কষ্টে এতদিন আগলে রেখেছিলেন ছোট্ট আদরের সিনারকে। কথা ছিল তিনি সাফল্য পেলে সেটা দেখবেন প্রিয় কাকিমা, তবে সাফল্য পাওয়ার দিনেও চোখে জল নিয়েই সিনার বললেন খুব বেশিদিন আর তাঁর খেলা দেখতে পারবেন না জীবনের সবচেয়ে প্রীয় মানুষটি।
আরও পড়ুন-আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া…
জ্যানিক সিনার ফ্লাশিং মেডোয় জয়ের পর বললেন, ‘আমি টেনিস খেলাকে খুব ভালোবাসি,অনেক পরিশ্রম করি সাফল্যের মুখ দেখতে। কিন্তু টেনিসের বাইরেও একটা ব্যক্তিগত জীবন আমার রয়েছে। আমি আমার এই গ্র্যান্ডস্লাম জয় উৎসর্গ করতে চাইব আমার কাকিমাকে, যিনি বর্তমানে খুবই অসুস্থ। আমি জানিনা আর কতদিন তাঁকে আমার জীবনে পাব। এটা তৃপ্তির বিষয় যে আমি এই জয় ওনার সঙ্গে ভাগ করে নিতে পারছি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর মধ্যেই অন্যতম আমার কাকিমা। যদি সম্ভব হত আমি সবারই শারীরিক সুস্থতা কামনা করতাম, কিন্তু সেটা তো সম্ভব নয় ’।
ম্যাচের শেষে সিনার নিজের পারফরমেন্স নিয়ে বলছেন, ‘অস্ট্রেলিয়াতে বছরের শুরুতে ভালো খেলা দিয়ে শুরু করেছিলাম বলে অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এই বছরে অনেকগুলো বড় জয় পেয়েছি আমি। খেলার আরও উন্নতি করতে হবে এটা যেমন ঠিক, তেমন নিজের খেলায় গর্ববোধও করতে হবে আত্মবিশ্বাস পাওয়ার জন্য। এই শিরোপা জয় আমার কেরিয়ারের জন্য খুব তাৎপর্যপূর্ণ, কারণ শেষ কিছুদিন খুব একটা ভালো যায়নি আমার ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।